দ্য ক্যালকাকা মিরর ব্যুরো : দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে কাহিল জনগণ। সঙ্গে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। এরই মধ্যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের হানা। সম্প্রতি বলিউড অভিনেতা সুনীল শেট্টির বিল্ডিংয়ে ধরা পড়ল করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে অভিনেতার গোটা আবাসন।
জানা যাচ্ছে, দক্ষিণ মুম্বইয়ের যে বহুতলে থাকেন সুনীল ও তাঁর পরিবার। সেই বিল্ডিংয়েরই পাঁচজনের শরীরে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ধরা পড়েছে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে তৎক্ষণাৎ বন্ধ করা হয়েছে গোটা আবাসন। সুনীল এই মুহূর্তে কর্মসূত্রে মুম্বয়ের বাইরে রয়েছেন। এছাড়া অভিনেতার গোটা পরিবার সুরক্ষিত বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন : হিন্দি রিমেক হবে সুরিয়ার ‘সুরারই পোত্রু’র
এপ্রসঙ্গে অ্যাসিসট্যান্ট মিউনিসিপ্যাল কমিশনার ডি ওয়ার্ড একটি সাক্ষাৎকারে জানান, “সুনীল শেট্টির গোটা পরিবার সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে। ইতিমধ্যেই বিএমসি, পৃথ্বী অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ‘য়এ উইং’ সিল করে দিয়েছে। কারণ সেখানে পাঁচ জনের বেশি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। সুনীলের পরিবার বি উইংয়েই থাকেন।”