দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : জনপ্রিয় সঙ্গীতশিল্পী সোনু নিগম এবার সরব হলেন ‘ইন্ডিয়ান আইডল’ শো’য়ের প্রতিযোগীদের শুধু প্রশংসা করার বিরুদ্ধে। শিল্পী শো’য়ের নাম না নিয়েই বললেন, “যদি বিচারকরা প্রতিযোগীদের সত্যিকারের মতামত না জানান, তাহলে তারা কী করে শিখবে!” তাঁর কথায় শুধুমাত্র প্রশংসা, “ওদের মাথা বিগড়ে” দিচ্ছে।
বেশ কয়েকদিন আগেই ‘টাকার বিনিময়ে প্রশংসা করা হচ্ছে প্রতিযোগীদের’, এই অভিযোগ উঠেছিল। এবারে নতুন করে এনিয়ে মুখ খুললেন সোনু নিগম। শো’য়েরনাম না করলেও শিল্পী আদৌ কোন শো’য়ের কথা বলছেন তা বুঝতে কারোর অসুবিধা হয় নি।
আরও পড়ুন : পিতা-পুত্রের জুটি, ছোট ছেলের ডেব্যু ছবিতে থাকছেন স্বয়ং মিঠুন চক্রবর্তী
এ প্রসঙ্গে সোনু বলেন, “যদি বিচারকরা প্রতিযোগীদের সত্যিকারের নিজের মতামত না জানায়, তাহলে প্রতিযোগীরা কী করে শিখবে? কেবলমাত্র তাঁদের প্রশংসা করা আসলে তাঁদের প্রতিভাগুলোকেই নষ্ট করে দিচ্ছে। বিচারক হিসেবে আমাদের কাজই হল প্রতিযোগীদের শেখানো। পাশাপাশি ওদের ভুলত্রুটি ধরিয়ে দেওয়া। আমরা কিন্তু এখানে ওদের মাথা বিগড়ে দেওয়ার জন্য থাকি না। ক্রমাগত প্রশংসা করলে এটাই হবে। ওদের তো বোঝাতে হবে, কোনটা ভুল, কোনটা ঠিক।”