দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সলমন খানের ‘দবং’ বলিউডের অন্যতম চোর-পুলিশ ফ্র্যাঞ্চাইজি। ছবিরতিনটি পার্ট থাকলেও চার নম্বর নিয়ে কোন চর্চা ছিল না। কিন্তু ভাই আরবাজ খানের টক শো’য়ে ‘দবং ফোর’ এর নিশ্চয়তা দিলেন সলমন! একথা নিজেই বললেন আরবাজ।
আরবাজের টক শো’য়ে সলমনকে জিজ্ঞেস করা হয় তাঁর ‘দবং’ এর কোন ছবিটা পছন্দের। অপশন দেওয়া হয় ১,২,৩ নাকি ৪। চার নম্বর ছবি তৈরিই হয় নি। তাই মজার ছলে ‘দবং ফোর’ই বলেন সলমন। তখনই আরবাজ বলেন, “আমার শো’তেই ৪ নম্বর ছবিটি কনফার্ম করলেন সলমন।”
‘দবং’এ সলমন তথা চুলবুল পান্ডের সৎ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আরবাজ। তাঁর প্রাক্তন স্ত্রী মালাইকা আরোরার ‘মুন্নি বদনাম’ আইটেম সং আজও জনপ্রিয়।