দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : রাহুল মুখোপাধ্যায়ের ছবি ‘চংচং’এ প্রথমে বলিউড অভিনেতা সৌরভ শুক্লর নাম ঠিক করা হলেও অভিনেতার সময়ের সমস্যার কারণে সে ছবি করবেন না বলে জানা যাচ্ছে। এদিকে তাঁর বদলে নাম শোনা যাচ্ছে পঙ্কজ ত্রিপাটির। ঘটনাটা আসলে কি?
‘চংচং’ হল সাই-ফাই টাইম ট্রাভেলকে ভর করে বানানো ছবি। এই ছবিতে এক অবাঙালি ডাক্তারের চরিত্রে দেখা যেতে চলেছিল সৌরভ শুক্লকে। কিন্তু এই ছবির জন্য সময় বের করতে পারছেন না অভিনেতা। তাইএই ছবি আর করবেন না। সম্প্রতি এই খবরের ঘোষণা করেন ছবির প্রযোজক রানা সরকার। আর ঘোষণা শুনে বেশ হতাশ হয়েছে নেটিজেনরা।
কিন্তু অভিনেতার বদলে কাকে নেওয়া হচ্ছে ছবিতে তা অনবরত অনুমান করতে থাকেন নেটিজেনরা। সতীশ কৌশিক, বিজয় রাজ প্রমুখের মতো অভিনেতাদের নাম নেওয়া হলে প্রযোজক উত্তর দেন,’আরও ভাল ভাল অভিনেতা রয়েছে ইন্ডাস্ট্রিতে’। যখন পঙ্কজ ত্রিপিটির নাম নেওয়া হয়, তখন প্রযোজক উত্তর দেন, ‘অসম্ভব কিছুই নয়।’ কাজেই ছবিতে পঙ্কজ ত্রিপাটিকে দেখতে পাওয়ার অল্প হলেও সম্ভাবনা রয়েছে।