দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : গত ১ অগাস্ট থেকে আজ ৭ অগাস্ট ছিল ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। বহু বলিউড তারকাকে মায়ের দুধ সম্পর্কে খোলাখুলি আলোচনা করতে দেখা গিয়েছে। এবারে এপ্রসঙ্গে মুখ খুললেন সদ্য মা হওয়া অভিনেত্রী দিয়া মির্জা। গত ১৪ মে পুত্র সন্তানের মা হন অভিনেত্রী। কাজেই ব্রেট ফিডিং সম্পর্কে অভিনেত্রীর মতামত বেশ গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ব্রেস্ট ফিডিং উইক-এর আলোচনায় অভিনেত্রী বলেন, “আমাদের বিশেষ কোন দিনের অপেক্ষা করার প্রয়োজন নেই। নিজের সন্তানকে মাতৃদুগ্ধ পান করানো খুব সাধারণ একটা কাজ। এটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকমের ভুল ধারণা রয়েছে। একজন সদ্য মা হিসেবে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একজন মায়ের পক্ষে খোলা রাস্তায় বা রাস্তার ধারে কোন দোকানে বসে নিজের সন্তানকে বুকের দুধ খাওয়ানো সম্ভব হয়ে ওঠে না কেন? আমি জানি না।”
অভিনেত্রীর সম্প্রতি জনসমক্ষে মাতৃদুগ্ধ পান করানো প্রসঙ্গে UN Goodwill-এর অ্যাম্বাসেডর হিসেবে একটি সাংবাদিক বৈঠকে জানান, “খোলা জায়গায় মাতৃদুগ্ধ পান করানো নিয়ে বেলজিয়ামের মতো দেশগুলিতে বিশেষ কিছু আইন রয়েছে। এই আইনগুলো এই বিষয়টিকে অনেক সাধারণ করে তুলেছে। ভারতের মতো দেশেও এমনকিছু ব্যবস্থা নেওয়া খুব জরুরি। জনসমক্ষে শিশুকে দুধ খাওয়ানো সব সময়ই একটা একটা পবিত্র কাজ। বিষয়টিকে স্বাভাবিক হিসেবেই বিচার করা উচিত।”
প্রসঙ্গত, চলতি বছর ফেব্রুয়ারিতে বিয়ে হয় দিয়া ও বৈভব রেখির। ১৪ মে পুত্র অভিয়ান-এর জন্ম হলেও দু’মাস পর ১৪ জুলাই সেই খবর জানান অভিনেত্রী। মূলত শারীরিক অসুস্থতার কারণেই সুখবর জানাতে দেরি করেছিলেন নায়িকা।