দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ২০২০ সাালে থেমে গিয়েছিল শ্যুটিং। ফের শুরু হল পরিচালক বাবা যাদবের ছবির কাজ। এখনও ছবির নাম ঠিক হয় নি। দীর্ঘ দেড় বছর মাতৃত্বকালীন অবসরের পর ফ্লোরে এলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে ‘আমি শুধু চেয়েছি তোমায়’এর ছ’বছর পর ফের একত্রে দেখা যাবে অঙ্কুশ হাজরা ও শুভশ্রীকে।
২০১৯ সালেই এই ছবির কাজ শুরু হয়ে গিয়েছিল। কিন্তু করোনা সংক্রমণের কারণে ২০২০ তেই বন্ধ হয়ে যায় ছবির কাজ। পাশাপাশি শুভশ্রীর অন্তসত্ত্বাও ছিল বড় কারণ। রাজ চক্রবর্তী ও শুভশ্রীর পুত্র ইউভানের বয়স ১বছর হতে চলেছে। রীতিমতো এখন সে খুদে তারকা। মূলত ছেলের যত্ন নিতেই কর্মক্ষেত্র থেকে দূরে ছিলেন মা, শুভশ্রী। এবার ফের ফ্লোরে নামছেন অভিনেত্রী। প্রসঙ্গত বাংলা রিয়েলিটি শো’য়ে অভিনেত্রীকে বিচারকের আসনে দেখা গিয়েছে। এবারবড় পর্দায় ফিরছেন নায়িকা।