দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আজ বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওয় মুক্তি পেয়েছে কার্গিল যুদ্ধে শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিক ‘শেরশাহ’। পরমবীর চক্রে সম্মানিত এই ভারতীয় সেনা জওয়ানের চরিত্রে দেখা যাচ্ছে সিদ্ধার্থ মালহোত্রাকে। হিমাচল প্রদেশের পালমপুর অঞ্চল থেকে ভারতীয় জওয়ান হয়ে ওঠা এবং পরে কার্গিল যুদ্ধে পাকিস্তানি সেনার বিরুদ্ধে তাঁর দুঃসাহসিক অভিযানের কাহিনীই শোনাবে এই ছবি। কিন্তু এই বীরযোদ্ধা যে সময়ে সময়ে ‘ওয়ান লাইনার’ সংলাপ বলার জন্যও জনপ্রিয় ছিলেন, তা হয়তো খুব কম মানুষেরই জানা।
ভারতে পাকিস্তানি সেনাদের ঘাঁটি ওড়ানোর পর যখন আধিকারিকদের কাছে রিপোর্ট পেশ করেন তখন তাঁর বলা সংলাপ ‘ইয়ে দিল মাঙ্গে মোর’ রাতারাতিই শিরোনামে জায়গা করে দিয়েছিল। আসলে এই সংলাপ কোল্ডড্রিংক ‘পেপসী’র বিজ্ঞাপনের জন্য জনপ্রিয় ছিল। সেই সংলাপই বলেছিলেন বিক্রম বাত্রা। এখানেই শেষ নয়, ফিল্মি জগতের সুন্দরী অভিনেত্রী মাধুরী দিক্ষীতের তরফ থেকে ভালবাসা হিসেবে ছুঁড়ে দিয়েছিলেন গ্রেনেড! বিষয়টা স্পষ্ট করা যাক।
ভারতে পাকিস্তানি সেনাদের বাঙ্কার দখল করার পরিকল্পনা করছিলেন বিক্রম। সেসময় সেনাদের সঙ্গে যোগাযোগের জন্য যে ডিভাইস ব্যবহার করা হত তা হ্যাক করে নেয় জঙ্গি দলের সদস্যরা। সেসময় বিক্রমকে হুমকি দিয়ে পাকিস্তানি জঙ্গি বলেছিল, বেশি বাড়াবাড়ি যেন না করা হয়। তাহলে ভাল হবে না। এমনকি তাঁরা বলিউড সুন্দরী মাধুরী দিক্ষীতকেও নাকি কেড়ে নেবে! আর এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলেন বিক্রম। বাত্রার পরিকল্পনার কাছে টিকতে পারেনি শত্রু সেনা। শেষ মুহূর্তে ঐ ঘাঁটিতে গ্রেনেড ছোঁড়ার আগে সেই একই কায়দায় বিক্রম সংলাপ বলেছিলেন, “এই নে…! মাধুরী দিক্ষীতের তরফের ভালবাসা দিলাম তোদের!” এরপরেই ধ্বংস হয়ে যায় পাকিস্তানি সেনার গোটা বাঙ্কার। এক সাক্ষাৎকারের বিক্রম বাত্রার ভাই বিশাল বাত্রা এই সমস্ত কান্ডের কথা ফাঁস করেন।