দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : সম্প্রতি মুক্তি পেয়েছে ভারতীয় শহীদ জওয়ান বিক্রম বাত্রার বায়োপিক ‘শেরশাহ’। ছবিতে বিক্রমের নাম ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। জুটি বেঁধেছেন কিয়ারা আডবানী। ইতিমধ্যেই দুই তারকারই প্রশংসায় পঞ্চমুখ দর্শকমহল। কিন্তু খুব কম জনেরই জানা আছে হয়তো যে ‘শেরশাহ’তে সিদ্ধার্থ নন নিজের ভগ্নিপতি আয়ুষ শর্মাকে দেখতে চেয়েছিলেন সলমন খান। এই ছবির মাধ্যমেই আয়ুষের ডেব্যু করাতে চেয়েছিলেন সলমন। সম্প্রতি এই তথ্য ফাঁস করলেন ছবির প্রযোজক সাব্বির বক্সওয়ালা।
এপ্রসঙ্গে প্রযোজক জানান, “সলমন আমার কাছে এসেছিল আয়ুষ শর্মাকে ছবিতে কাস্ট করানোর জন্য। কিন্তু সেসময় সিদ্ধার্থ আর বিক্রমের পরিবারের সঙ্গে সবকিছু স্থির হয়ে গিয়েছিল। বিক্রমের পরিবার আমার উপর যে বিশ্বাস রেখেছিল সেটা ভাঙতে পারতাম। এছাড়া, একজন অভিনেতার জন্য অন্য অভিনেতাকে ছবি থেকে বাদ দেওয়া অনুচিৎ।”
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লভইয়াত্রি’ ছবির মাধ্যমে ডেব্যু করেন আয়ুষ। আগামীতে ‘অন্তিম’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। ছবিতে রয়েছেন শ্যালক সলমন খানও।