সম্প্রতিই অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় উপলব্ধি করেছন যে রাজনীতি তাঁর জায়গা নয়। এই ধরণেরই গুঞ্জন ছড়িয়েছে টলিউড মহলে। আর এই কথা অভিনেত্রী তাঁর দলীয় এক সহ-অভিনেত্রীকেও নাকি বলেছেন। আর এই ঘটনা ফাঁস হতে না হতেই কটাক্ষের সুর চড়া করেছেন বাম সমর্থক শ্রীলেখা মিত্র।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই বিজেপি ত্যাগ করে লাল শিবিরে যোগ দেন দুই অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায় এবং অভিনেত্রী রূপা গাঙ্গুলী। এই দুই তারকার বাম দলে যোগ দেওয়ার প্রসঙ্গেও প্রতিবাদ জানিয়েছিলেন শ্রীলেখা। এবারে শ্রাবন্তীকেও ছেড়ে কথা বললেন না। শ্রীলেখা লিখলেন, “এখন মোদি নয়, দিদিকে ভাল লাগছে তা হলে! বুদ্ধবাবুকে ভাল না লাগলেই ভাল।” তাহলে কি শ্রাবন্তীকে বাম দলে না আসার কথাই পরোক্ষভাবে বলতে চাইছেন শ্রীলেখা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।


উল্লেখ্য, গত ১৩ অগাস্ট শ্রাবন্তীর জন্মদিনে চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই চিঠির ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছিলেন, “অনেক সম্মানিত বোধ করছি। এটাই আমার জন্মদিনের সেরা উপহার। ধন্যবাদ দিদি-মমতা ব্যানার্জি।” সেই প্রসঙ্গও উঠে আসছে শ্রীলেখার বক্তব্যে।