দ্য ক্যলকটা মিরর ব্যুরো: এবার ইংল্যান্ডের প্রাক্তন তারকা ফুটবলারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। এবার ইউনিসেফের সেলিব্রেটি অ্যাডভোকেট পদে বসছেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা।
অনেকদিন ধরেই এই পদে কাজ করছেন ডেভিড বেকহ্যাম। ফুটবলকে বিদায় জানানোর পরই এই কাজে যুক্ত হন তারকা এই খেলোয়াড়। এই সংগঠন মূলত, শিশুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করে। আয়ুষ্মান ভারতের হয়ে একাজ করবেন। সংস্থার তরফে বলিউড এই অভিনেতাকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, “নিজের প্রত্যেক চরিত্রে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করা মানুষের কাহিনী তুলে ধরেছেন আয়ুষ্মান। তাঁর বলিষ্ঠ কন্ঠ মানুষকে সচেতন করবে। করোনা আবহে শিশুদের ওপর নিগ্রহের ঘটনা বেড়ে গেছে। এর বিরুদ্ধে সোচ্চার হবেন তিনি।”
আয়ুষ্মানও তাঁর কাজ শুরু করে দিয়েছেন। ইনস্টাগ্রামে শিশু নির্যাতন নিয়ে তিনি লিখেছেন, ” আমার ছোটবেলার স্মৃতি সবসময় আমার মুখে হাসি ছড়িয়ে দেয়। কিন্তু বহু শিশুর ছোটবেলা এখনও অসম্পূর্ণ। ইউনিসেফের সেলিব্রেটিঅ্যাডভোকেট হিসেবে আমি সকল ভারতবাসীর কাছে শিশু নিগ্রহের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান করছি।