দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বলিউডের মাদক যোগের সূত্র মেলার পর থেকেই মুম্বইসহ গোটা মহারাষ্ট্র জুরে হাই অ্যালার্ট জারি হয়েছে। একের পর এক চোরাগোপ্তা রেইড চালাচ্ছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ইতিমধ্যে সুশান্ত মামলায় প্রায় ২০ জন মাদকপাচারকারীকে গ্রেফতার করেছেন এনসিবি। এবার শনিবার রাতে আন্ধেরিতে হানা দিয়ে চারজনকে গ্রেফতার করল এনসিবি।
এই চারজনের মধ্যে দুইজন মাদকপাচারকারী এবং একজন টেলিভিশনের নামী অভিনেত্রী রয়েছেন। পাচারকারীদের কাছ থেকে ড্রাগ কিনতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন প্রীতিকা চৌহান নামের ওই জনপ্রিয় অভিনেত্রী। উদ্ধার করা হয়েছে নিষিদ্ধ মাদক গাঁজা। গ্রেফতারির পর চারজনকে ব্যালাড এস্টেটে অবস্থিত এনসিবির মুম্বই কার্যলয়ে নিয়ে আসা হয়। মেডিক্যাল পরীক্ষার পর আজ চারজনকে আদালতে তোলা হবে।
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর সূত্র থেকে জানা গিয়েছে NCB’ এর আঞ্চলিক টিমের তরফে শনিবার রাতের এই রেইড চালানো হয়। উল্লেখ্য বলিউডের মাদকযোগ নিয়ে এনসিবির আগামির পরিকল্পনা তৈরি করতে সম্প্রতি চুপিসাড়ে মুম্বই এসেছিলেন এনসিবি প্রধান রাকেশ আস্তানা, সুশান্ত মামলা নিয়েও এনসিবির সিটের সঙ্গে বৈঠকে বসেন তিনি। শুক্রবারই দিল্লি ফিরেছেন এনসিবি চিফ।
অন্যদিকে সুশান্ত মামলায় শনিবার এনসিবি গ্রেফতার করেছে সাহিল মাজার আলি নামের এক অভিযুক্ত মাদক পাচারকারীকে। সাহিলের পুনের দাপোদি এলাকায় বাড়িতে হানা নিয়ে চরস উদ্ধার করেছে এনসিবি। প্রসঙ্গত, বম্বে হাইকোর্ট চলতি মাসের ৭ তারিখ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে রিয়ার জামিন মঞ্জুর করেছে , তবে মাদকচক্রের সঙ্গে জড়িত ওপর অভিযুক্ত নায়িকার ভাই শৌভিক চক্রবর্তীর জামিন না-মঞ্জুর করে আদালত। প্রায় ১ মাস ২০ দিনেরও বেশি সময় ধরে জেলবন্দি শৌভিক চক্রবর্তী।