25 C
Kolkata
Saturday, June 10, 2023
More

    এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে সৌমিত্র চট্টোপাধ্যায়, অবস্থা আরও সঙ্কটজনক

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: গতকাল অর্থাত্‍ নবমীর সকল থেকেই অবস্থা গুরুতর হতে শুরু করেছিল সৌমিত্র বাবুর। এই মূহুর্তে পাওয়া খবর অনুযায়ী তাঁকে রাখা হয়েছে এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে। হাসপাতাল ও সংবাদমাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী, ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার জন্যই এই পদ্ধতির সাহায্য নেওয়া হচ্ছে। প্রায় কুড়ি দিন অতিক্রান্ত, করোনা আক্রান্ত অবস্থায় বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন প্রবীণ অভিনেতা। প্রথমে করোনামুক্ত হওয়ার পর বেশ চিকিত্‍সায় সাড়া দিচ্ছিলেন। কিন্তু আবার হটাত্‍ করেই অবনতি হতে শুরু করে স্বাস্থ্যের।

    মেডিক্যাল বোর্ডের রিপোর্ট অনুযায়ী তাঁর শরীরের সমস্ত রকমের প্যারামিটারগুলি ঠিকঠাক কাজ করছিল। আচমকাই তাঁর মস্তিষ্কে স্নায়ুঘটিত সমস্যা শুরু হয়। ক্রমশ আচ্ছন্ন হয়ে যাচ্ছিলেন অভিনেতা। ফের স্টেরয়েড চালু হলেও পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। এমনকি এর আগে তাঁকে অক্সিজেন দেওয়ার দরকার পড়ছিল না। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে চিকিত্‍সকরা সৌমিত্র বাবুকে ভেন্টিলেশনে রাখার চিন্তাভাবনা করতে শুরু করেছিলেন। দেশবিদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে ক্রমশ পরামর্শও করা হচ্ছে।

    বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, তাঁর ফুসফুসে নিউমোনিয়ার মতো সংক্রমণ রোখার চেষ্টা করা হচ্ছে। স্বাভাবিকের চেয়ে শরীরে ইউরিয়ার পরিমাণ বেশি রয়েছে তাঁর। কমছে প্লেটলেট, তাই অন্ত্রে রক্তক্ষরণের আশঙ্কা চিকিত্‍সকদের। এছাড়াও ক্রমশ বাড়ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্নায়ুর সমস্যা। প্লাসমা থেরাপি শুরু করার কথা ছিল। কিন্তু সেই থেরাপি শুরু করা হয়েছে কিনা এই মূহুর্তে টা জানানো হয় নি।

    সৌমিত্র বাবু সত্যজিত রায়ের সাথে ১৪ টি ছবিতে কাজ করেছেন, সেই সাথে বাংলা সিনেমার জগতে মোট ২১০ টি ছবিতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে। তিনি ভারতীয় সিনেমার একজন উজ্জ্বল সূর্য। পেয়েছেন দেশ বিদেশের অনন্য সম্মাননা। ইতিমধ্যে রাজ্য সরকার জানিয়েছে তাঁর যাবতীয় চিকিত্সার খরচ বহন করবে রাজ্য সরকার, এমন কী বেলভিউ কতৃপক্ষও তাঁর পরিবারকে জমা করা টাকা ফিরিয়ে দিয়েছেন। পরিবারের সকলেরও কাউন্সেলিং চলছে। তাঁর অনুরাগীরাও অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আবার সেই চেনা ফেলুদাকে দেখা যাবে স্বমহিমাতে।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    হেডের দুরন্ত সেঞ্চুরি WTC প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : হেডের দুরন্ত সেঞ্চুরি প্রথম দিনেই চালকের আসনে অস্ট্রেলিয়া। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টসে জিতে রোহিত শর্মা ফিল্ডিং...

    কোচ হতে চলেছেন ‘কলকাতার মহারাজ’ সৌরভ গঙ্গোপাধ্যায়

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ১৪ ম্যাচে মাত্র পাঁচটি জয়। ১০ পয়েন্ট নিয়ে নয় নম্বরে শেষ করেছিল দিল্লি ক্যাপিটালস। তখনই দেওয়াল লিখন...

    ট্রেন দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা নিবেদন ভারতীয় ক্রিকেট দলের ।

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেট দল বালেশ্বরে হওয়া ট্রেন দুর্ঘটনায় নিহত ব্যাক্তিদের উদ্দেশে...

    অভিষেকের বিরুদ্ধে পোস্টার খোদ সিঙ্গুরেই ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : এবার অভিষেক বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে পোস্টার পড়লো তৃণমূল কংগ্রেসের ভিত্তিভূমি খোদ সিঙ্গুরের । ' চোর ডাকাতের যুবরাজ নট...

    ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে তলব কোলকাতা হাইকোর্টের ।

    দ্য কালকাটা মিরর ব্যুরো : ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্র রাজ্য তরজা লেগেই ছিলো । একটি জনস্বার্থ মামলার শুনানির পর কোলকাতা...