দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সময়ের সঙ্গে তাল মিলিয়ে শারীরিক অবস্থার অবনতি হচ্ছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর অন্ত্রে রক্তক্ষরণ বন্ধ হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কিন্তু রক্তক্ষরণ বন্ধ হলেও অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত চিকিত্সকরা। মঙ্গলবার দুপুরে এমনটাই খবর এলো বেলভিউ হাসপাতাল থেকে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা সম্পর্কে বেলভিউ হাসপাতালের মেডিক্যাল টিমের মতে ” তাঁর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। নতুন করে আর রক্তক্ষরণ হচ্ছে না। প্রস্রাবও কিছুটা স্বাভাবিক। কিন্তু ইউরিনে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রা ক্রমশ বেড়েই চলেছে যার অর্থ কিডনি ক্ষতিগ্রস্থ। তবে এই মূহুর্তে রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া হবে কি না, সেটা দেখছেন আমাদের নেফ্রলজিস্টরা। এখনও তিনি ইনভেসিব ভেন্টিলেশনে রয়েছেন। অক্সিজেন স্যাচুরেশন ৯৫ শতাংশের বেশি রয়েছে। তাঁর শরীরে নিউমোনিয়ার যে প্যাচ পাওয়া গিয়েছিল সেটা আর বাড়েনি। তবে কেন নিউমোনিয়া হয়েছিল সেই কারণটা আমরা খুঁজে পেয়েছি। তার চিকিত্সা চলছে।”
উল্লেখ্য,গত ৬’ই অক্টোবর সৌমিত্র চট্টোপাধ্যায়কে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয় সেই সময় পরীক্ষাতে তাঁর করোনা ধরা পড়ে। ভর্তির সময়ে মৃদু জ্বর ছিল তাঁর। তবে এক দিনের মধ্যেই জ্বর কমে যায়। অক্সিজেনের মাত্রাও তখন স্বাভাবিক ছিল। এরপর তাঁর পুনরায় করোনা টেস্ট করা হলে সেটা নেগেটিভ আসে। কিন্তু এর পরেই শ্বাসকষ্ট জনিত সমস্যা হতে শুরু করায় ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হয় অভিনেতার। বর্তমানে শারীরিক অবস্থার ভয়ঙ্কর অবনতি হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। দেশ বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞড়ের কাছ থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। ১৬ জনের মেডিক্যাল টিম ২৪ ঘণ্টা তাঁর খেয়াল রাখছে।