33 C
Kolkata
Tuesday, September 26, 2023
More

    সৌমিত্র চট্টোপাধ্যায় প্রসঙ্গে বেলভিউর চিকিত্সক অরিন্দম কর : “ঈশ্বরকে ডাকুন, যেন উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন”

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সকলের প্রিয় ‘অপু’ মৃত্যুর বিরুদ্ধে এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। ফিল্মের ফেলুদা’র মতই শেষ না দেখে ছাড়বেন না বাস্তবের ফেলুদা এমনটাই আশা চিকিত্‍সকদের। তাঁদের দাবি ওষুধ ও চিকিত্‍সায় ঠিকই সাড়া দেবেন বাঙালির ফেলুদা। তবে তাঁর অবস্থা এখনও অত্যন্ত সংকটজনক। সৌমিত্র বাবুর কিডনি কাজ না করায় রেনাল ফাংশানের উন্নতির জন্য গতকাল ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন চিকিত্‍সকরা।

    সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রথম দফায় ২-৩টি এপিসোডের ডায়ালিসিস করা হবে বলে বেলভিউ হাসপাতাল সূত্রে খবর। সেই মত বুধবার সন্ধ্যাবেলায় প্রথম দফার ডায়ালিসিস ভালভাবেই শেষ হয়েছে। রক্তচাপেও কোন সমস্যা হয়নি। শরীরের বেশিরভাগ প্যারামিটারই স্বাভাবিক রয়েছে। কোনও রকম অক্সিজেনসাপোর্ট ছাড়াই সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্লাড প্রেশার এখন ১৪৫/৯০। তবে এখনও অনেকটাই আচ্ছন্নভাব রয়েছে। তাই এখনও ৫০ শতাংশের ভেন্টিলেশন সাপোর্টের প্রয়োজন হচ্ছে তাঁর। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রয়েছে। অন্ত্রে রক্তক্ষরণও হচ্ছে না। শরীরে নেই জ্বরও। তবুও সৌমিত্রবাবুর প্রধান চিকিত্‍সক অরিন্দম কর আহ্বান জানলেন ‘ঈশ্বরকে ডাকার জন্যে, যেন উনি দ্রুত সুস্থ হয়ে ওঠেন।’

    বৃহস্পতিবার প্রধান চিকিত্‍সক অরিন্দম কর জানিয়েছেন যে, “আগের মতোই অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন অভিনেতা। তাঁর অবস্থার উন্নতি যে হয়েছে, তা এখনই বলা যাচ্ছে না। প্রয়োজন মতো অ্যান্টিবায়োটিক আপডেট করা হচ্ছে। আশা করছি সেগুলো কাজ করবে। তবে এখনও তাঁর শারীরিক অবস্থা বেশ সংকটজনক। আমরা আমাদের তরফে সবরকম চেষ্টা করছি। উনিও দারুণভাবে লড়াই করছেন। এই বয়সে কো-মর্বিডিটি নিয়ে লড়াই করা অত্যন্ত কঠিন। ঈশ্বরের কাছে ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি। আপনারাও ঈশ্বরেরে কাছে প্রার্থনা করুন।”

    উল্লেখ্য, গত ৬’ই অক্টোবর থেকে বেলভিউ হাসপাতালে চিকিত্‍সাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। কোভিডে আক্রান্ত হওয়ার জেরেই তাঁর হাসপাতালে ভর্তির প্রয়োজন পড়ে। যদিও প্লাজমা থেরাপির পর তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। সেইসঙ্গে চিকিত্‍সাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই অষ্টমীর দিন থেকে তাঁর শারীরিক অবস্থা সংকটজনক হয়ে পড়ে। আজ সকালেও চিকিত্‍সকরা জানিয়েছেন, সৌমিত্র বাবুর শরীরে সমস্যা বাড়িয়েছে কোভিড এনসেফ্যালোপ্যাথি যা তাঁর সুস্থ হয়ে ওঠার পথে মূল এবং কঠিন বাধা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    কতদিন বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে ? জানাল আলিপুর আবহাওয়া দপ্তর

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : ঝাড়খণ্ডের উপর তৈরি হওয়া নিম্নচাপের জেরে বিগত ক’দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে...

    ‘‌ফেলো কড়ি , পাও পঞ্চায়েতের পদ’‌ ! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূল কংগ্রেস বিধায়ক ইদ্রিশ আলি। পঞ্চায়েত নির্বাচন মিটে গেলেও...

    বড় সিদ্ধান্ত মোদী সরকারের ! গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হতে চলেছে ‘বার্থ সার্টিফিকেট’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : এবার থেকে বার্থ সার্টিফিকেটই হতে চলেছে সবেচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ ১ অক্টোবর থেকেই...

    চিনের কাছে ৫-১ গোলে হারল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : পেনাল্টি বাঁচালেন ভারতের (Indian Football Team) গোলকিপার গুরমীত। দুর্দান্ত গোল করে ভারতের হয়ে...

    বিশ্ব বাজারে রেকর্ড অস্ত্র বিক্রি করল ভারত !

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : আমদানি নয়, বিশ্ববাজারে অস্ত্র বিক্রির আশা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় "প্রতিভা ও...