দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ ২৬ দিন ধরে হাসপাতালে বন্দী হয়ে আছেন ‘ফেলুদা’। যে ‘মগজাস্ত্র’ তাঁকে সহায়তা করেছে এতদিন আজ সেটাই বিরূপ। স্নায়ুর জটিল সমস্যাতে ভুগছেন তিনি। সেই সাথে করোনা পরবর্তী শারীরিক সমস্যার সাথে যুজছেন ৮৫ বছরের এই বর্ষীয়ান অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, গতকাল তার ডায়ালাইসিস হওয়ার কথা থাকলেও তা হয়নি। শরীরে অ্যান্টিবায়োটিক গুলো সঠিকভাবে কাজ করার কারণে এবং প্রথম দুটি ডায়ালাইসিসের পর কিডনি আবার কাজ করতে শুরু করেছে। তাই তৃতীয় ডায়ালাইসিস স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে আজ নেফ্রলজিস্ট এর সঙ্গে চিকিত্সকদের বোর্ড বৈঠক করে ফের তার ডায়ালাইসিস শুরু করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে।
সৌমিত্র বাবুর হৃদযন্ত্র সঠিকভাবে কাজ করলেও এখনও গভীর সংকটজনক অবস্থায় রয়েছেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ১৬ জন চিকিত্সক ২৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁকে সুস্থ করে তোলার জন্যে। হাসপাতাল সূত্রে খবর আজ শনিবার থেকে সৌমিত্র বাবুর মূলত: স্নায়বিক সমস্যা মেটানোর জন্য একটি নতুন থেরাপি শুরু করা হচ্ছে ।
সৌমিত্রবাবুর চিকিত্সার দায়িত্বে থাকা মেডিকেল টিমের শীর্ষ চিকিত্সক ডঃ অরিন্দম কর জানিয়েছেন, হাসপাতালের আইসিইউতে দীর্ঘদিন থাকা এবং চিকিত্সাজনিত হস্তক্ষেপের কারণে ওনার শরীরে একটি কঠিন প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। এদিকে দীর্ঘদিন হাসপাতালে থাকার জন্য সৌমিত্রবাবুর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক কমে যাচ্ছে বলেও জানিয়েছেন ওই চিকিত্সক। এর পাশাপাশি এনসেফালোপ্যাথি সময় কাটানোর জন্য চিকিত্সকরা চেষ্টা চালাচ্ছেন বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, শনিবার সকালে বেলভিউ হাসপাতালে সৌমিত্র চট্টোপাধ্যায়কে দেখতে এসেছিলেন তার পরিবারের লোকেরা। নতুন করে আর জ্বর আসেনি, রক্তচাপ ও রয়েছে নিয়ন্ত্রণে। এদিকে কিডনি দুটি পুনরায় কাজ করতে শুরু করায় দেহে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রাও রয়েছে স্বাভাবিক। ডাকলে পড়ে চোখ খুলছেন কিন্তু আচ্ছন্ন ভাব এখনো দূর হয়নি। রয়েছেন ভেন্টিলেশনে।