24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং সেজে উঠল দেশের সর্বাপেক্ষা জনপ্রিয় নায়কের নামে, দেখুন ভিডিও

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২’রা নভেম্বর, অনুরাগীদের ক্যালেণ্ডারে দিনটি লাভ ডে। কারণ ওই দিন এবছরের সোমবার অভিনেতা শাহরুখ খানের ৫৫তম জন্মদিন ছিল। বলিউডের বাদশা, গ্লোবাল আইকন, এসআরকে প্রতিবছর নিজের জন্মদিনটা কাটান মুম্বাইয়ের মন্নতে, তবে এবার একটু আলাদা। এই মূহুর্তে আইপিএল উপলক্ষে সপরিবারে আরব সাগরের অন্য পারে দুবাইতে রয়েছেন তিনি। আর সেখানেই নিজের বার্থ ডে সেলিব্রেট করলেন বলিউডের বাদশা।

    আর এই বিশেষ দিনটিকে স্মরণীয় করতে সুযোগ হাতছাড়া করেনি দুবাই ও। শাহরুখের আনন্দে শামিল হতে বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত বুর্জ খলিফায় এদিন আলোর বর্ণমালায় ভেসে উঠলেন শাহরুখ। হ্যাঁ, বুর্জ খলিফা কর্তৃপক্ষ এদিন বিশেষ সম্মান জানাল বলিউডের কিং খানকে। এদিন শাহরুখের একাধিক ছবি উজ্বল রোশনাইয়ের সঙ্গে ফুটে উঠল বুর্জ খলিফায়। আর সপরিবারে সেই আকাশ ধোয়া শুভেচ্ছা বার্তা সাদরে গ্রহণ করলেন শাহরুখ।

    অভিনেতা এই বিরল মূহুর্ত কে ভাগ করে নেওয়ার জন্যে নিজের ইনস্টাগ্রামের দেওয়ালে ওই ছবি পোস্ট করে লেখেন- “খুব ভালো লাগছে নিজেকে বিশ্বের সবচেয়ে বড় এবং লম্বা স্ক্রিনে দেখতে পেয়ে। আমার বন্ধু মহম্মদ আলাবার তো আমাকে নতুন ছবির আগেই বিশ্বের সবর্বৃহত স্ক্রিনে জায়গা পাইয়ে দিল। সকলকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা বুর্জ খলিফা কর্তৃপক্ষ ও দুবাইকে। আসুন দুবাইতে আমার অতিথি হোন… আমার সন্তানরা এটা দারুণ পছন্দ করছে, আমার সেটা দেখে দারুণ লাগছে।”

    সোমবার রাতে বুর্জ খলিফায় শাহরুখের বিভিন্ন ছবির ভিডিয়ো মন্তাজ এদিন ধরা পড়ল। সেই আলোর বর্ণে লেখা রয়েছে- ‘হ্যাপি বার্থ ডে শাহরুখ খান’। এদিন গোটা দুবাই যেন আলোর রোশনাইতে ভরিয়ে দিল শাহরুখকে।

    দেখুন সে ভিডিও

    দেখুন বিশ্বের গগণচুম্বী ইমারতে আলোয় উদ্ভাসিত শাহরুখ। নিচে মেয়ে সুহানার সাথে দুবাইতে-

    সোমবার সন্ধ্যায় গোটা বিশ্বের অনুরাগীদের জন্য একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেন শাহরুখ। সেই পোস্টে দেখতে পাওয়া যায় দুবাইয়ের সমুদ্র সৈকতের ধারে বসে ফুরফুরে মেজাজে অনুরাগীদের উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করলেন বাদশা।

    দেখুন সেই শাহরুখের ধন্যবাদের ভিডিও

    ভিডিয়োর শুরুতে শাহরুখ জোড় হাতে ধন্যবাদ জানান তাঁর অনুরাগীদের। বিশেষত তিনি নাম উল্লেখ করেন ‘এসআরকে ইউনিভার্স, টিম এসআরকে এফসি, এসআরকে চেন্নাই এফসির’। যোগ করেন হয়ত তিনি কোনও কোনও ফ্যান ক্লাবের নাম নিতে ভুলে গেলেন, তবে তিনি মন থেকে সকলের কাছে কৃতজ্ঞ। আর শুধু শাহরুখ খানকে শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্যই নয়, যেভাবে অনুরাগীরা তাঁর জন্মদিনকে স্পেশ্যাল করতে তুলতে করোনাকালে নানারকম সামাজিক উদ্যোগ নিয়েছে তার ভূয়সী প্রশংসা করেন বাদশা।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...