24 C
Kolkata
Tuesday, March 21, 2023
More

    সমস্যায় পড়লেন বিগ-বি, নেপথ্যে কেবিসি’র বিতর্কিত প্রশ্নোত্তর, দায়ের FIR

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এবার অমিতাভ বচ্চন ও কৌন বনেগা ক্রোড়পতি কর্তৃপক্ষের বিরুদ্ধে সনাতন হিন্দু-ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল। এমনকি এই মর্মে লখনৌতে বিগ বি এবং শোয়ের নির্মাতাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের হয়েছে। ঘটনার সূত্রপাত ঘটেছে গত শুক্রবার, সেদিন কেবিসি ১২-এর মঞ্চের কর্মবীর স্পেশ্যাল এপিসোডে হাজির হয়েছিলেন সমাজকর্মী বেজওয়দা উইলসন এবং অভিনেতা অনুপ সোনি। আর তাদেরকেই করা হয় সেই বিতর্কিত প্রশ্ন।

    যা ঘটেছিল ওইদিন- ওইদিনের এপিসোডে ৬ লক্ষ ৪০ হাজার টাকা জেতার জন্যে অমিতাভ জানতে চান ১৯২৭ সালের ২৫ শে ডিসেম্বর বি আর আম্বেদকর এবং তাঁর সঙ্গীরা কোন ধর্মগ্রন্থের প্রতিলিপি জ্বালিয়ে দিয়েছিলেন ? চারটি অপশন হিসাবে সামনে রাখা হয়- A) বিষ্ণু পুরাণ, B) ভগবত গীতা C)ঋকবেদ এবং D) মনুস্মৃতি।

    এই প্রশ্নের সঠিক উত্তর মনুস্মৃতি। কোনওরকম সময় নষ্ট না করেই দুই প্রতিযোগী সঠিক উত্তর দেন। পরে অমিতাভ জানান, জাতিগত ভেদাভেদ ও অস্পৃশ্যতাকে মুছে ফেলতে ডঃ বিআর আম্বেদকর ও তাঁর সঙ্গীরা প্রাচীন হিন্দুগ্রন্থ মনুস্মৃতির বিরোধিতা করে সেটি জ্বালিয়ে দিয়েছিল। তবে নেটিজেন সহ ভারতের একটি বৃহত্তর অংশ এই প্রশ্নোত্তর নিয়ে খুশি হয়নি। কারণ মনুস্মৃতি বা মনুসংহিতা হিন্দু ধর্মগ্রন্থ নয়, বৈদিক সনাতন ধর্মের অনুসারীদের অনুশাসনে ব্যবহৃত মূখ্য এক স্মৃতিগ্রন্থ যা ধর্মগ্রন্থের পিতামাতা বলা চলে। তাই এই ধরণের সংবেদনশীল প্রশ্ন রাখাই ভুল ছিল কেবিসির।

    শুধু লখনউতেই এফআইআর দায়ের হয়েছে তা নয়, মহারাষ্ট্রের লাতুর জেলার আসুয়ার বিজেপি বিধায়ক অভিমন্যু পাওয়ার জেলার এসপি নিখিল পিঙ্গলের কাছে এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছেন। হিন্দু ধর্মবিশ্বাসে আঘাত হানা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টায় অমিতাভ, সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে বলেছেন তিনি। বিজেপি বিধায়ক আরও জানান, চারটি অপশনেই হিন্দু গ্রন্থের নাম উল্লেখ করা হয়েছে, এটি স্পষ্ট যে এই প্রশ্নের মাধ্যমে হিন্দু ধর্মের মানুষের বিশ্বাস আঘাত হানার চেষ্টা হয়েছে সেইসাথে হিন্দুদের অত্যাচারী হিসেবে তুলে ধরা হয়েছে।

    পরিচালক বিবেক অগ্নিহোত্রীও টুইটারে ক্ষোভ প্রকাশ করে বলেন- ‘কেবিসিকে কমিউনিস্টরা হাইজ্যাক করে নিয়েছে। নিষ্পাপ শিশুরা তোমরা শেখো কীভাবে সাংস্কৃতিক যুদ্ধ জিততে হয়, এটাকে কোডিং বলে’।

    Related Posts

    Comments

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    সেরা পছন্দ

    সরে গেল ‘এটিকে’ , পরের মরশুমে ঝড় তুলতে আসছে ‘মোহনবাগান সুপার জায়ান্টস’

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চ্যাম্পিয়ন হওয়ার পরে বড় ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। মোহনবাগানের নামের শুরু থেকে সরে গেল...

    ভারতসেরা ‘মোহনবাগান’ ! বাঙালির গর্বের দিন

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : চাপ বনাম পাল্টা চাপ। পেনাল্টি বনাম পাল্টা পেনাল্টি। অফুরান দৌড় আর স্কিলের ফুলঝুরি দেখাতে...

    ISL চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

    দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : আই এস এল ফাইনালে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিলো এটিকে মোহনবাগান । বেঙ্গালুরু এফসিকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হলো...

    বাড়িতে আনুন বেশকিছু হোমিওপ্যাথি ঔষধ , পাবেন বহু সমস্যা মুক্তি

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : হোমিওপ্যাথি এক পুরনো চিকিৎসা পদ্ধতি। আয়ুর্বেদের সঙ্গেও এই চিকিৎসা পদ্ধতির বেশ কিছু মিল...

    বড় বড় মার্কিন ব্যাংকের পতন ! আসছে মহামন্দা ?

    দ্যা ক্যালকাটা মিরর ব্যুরো : সিলিকন ভ্যালি ব্যাঙ্ক এবং সিগনেচার ব্যাঙ্ক – পর পর দুই বড় মাপের মার্কিন ব্যাঙ্কের...