দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ ২৯ দিন ধরে তিনি রোগের বিরুদ্ধে লড়াই করছেন, ভাল হয়ে উঠেও অষ্টমীর দিন থেকে প্রবল শারীরিক অবনতির মুখে পড়েন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে গত দু দিনের লড়াইয়ের পর আজ মোটের উপর ভাল আছেন। এমনটাই জানা গিয়েছে মঙ্গলবার রাত আটটার বুলেটিনে।
বেলভিউ হাসপাতালের তরফে মেডিকেল বোর্ডের শীর্ষ চিকিত্সক অরিন্দম কর বলেছেন, বর্ষীয়ান অভিনেতা অসামান্য লড়াই করছেন রোগের সাথে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে যেন অযথা কোনও গুজব যেনো না রটে। এদিন রাত আটটার বুলেটিনে ডক্টর কর বলেছেন, “সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা খেয়াল রাখার জন্য হাসপাতালের চিকিত্সকরা সারাক্ষণ কাজ করছেন। তাঁর ব্যাপারে আমরা আশাবাদী। কারণ তিনি একজন লড়াকু মানুষ।”
রাত আটটার বুলেটিনে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা সম্পর্কে যা যা জানিয়েছেন ডক্টর অরিন্দম কর সেগুলি হলো- সৌমিত্রবাবুর হিমোগ্লোবিনের মাত্রা নতুন করে কমেনি। প্রবীণ অভিনেতার অভ্যন্তরীণ রক্তক্ষরণ যা বন্ধ হয়েছিল গতকাল,তা এখন স্থিতিশীল। নতুন করে রক্তক্ষরণ হয়নি। প্লেটলেটের মাত্রাও স্বাভাবিক রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আপাতত তাঁর সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ স্বাভাবিক ভাবিক ভাবেই কাজ করছে। তাঁর সচেতনতার মাত্রা গ্লুকো কোমা মিটারে ১০-এর আশপাশে রয়েছে। যা কমেওনি এবং বাড়েওনি। তাঁকে শারীরিক ভাবে সুস্থ করার জন্য যে যে থেরাপি দেওয়া উচিত তা দেওয়া হচ্ছে। সৌমিত্র বাবুর শারীরিক ভাবে কিছুটা সুস্থ হলেই এবং তন্দ্রাচ্ছন্ন ভাব কাটলেই স্নায়ুর চিকিত্সা শুরু হবে।
এক মাস হতে চলল সৌমিত্রবাবু হাসপাতালে চিকিত্সাধীন। এর মধ্যে গত রবিবার সবচেয়ে খারাপ অবস্থা হয় তাঁর। চিকিত্সকরা কার্যত আশা ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সোমবার থেকে ফের সৌমিত্রবাবুর অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়। এখনো অনেকটা পথ হাঁটতে হবে ‘ফেলুদা’র এমনটাই মনে করছেন চিকিত্সকরা।