দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ এক মাস হাসপাতালে লড়াই করছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শেষ একসপ্তাহ ধরে তাঁর লড়াইটা বিশেষ কঠিন হয়ে উঠেছে। আর সেই কঠিন লড়াইয়ের পর আজ ফের আশা জাগাল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি। সামান্য হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতার মেডিক্যাল টীম।
এই নিয়ে চতুর্থবার ডায়ালিসিস করা হয়েছে তাঁর। দুটি কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে চিকিত্সকরা ডায়ালিসিস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ চারনম্বর ডায়ালিসিসের পর কিছুটা হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। তাঁর রক্তে ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রাতে ভারসাম্য এসেছে। এমনকি এদিন নিজে থেকে চোখ মেলে তাকিয়েছেন তিনি। অর্থাত্ তাঁর স্নায়ু কাজ করতে শুরু করছে।
কিন্তু তাঁর রক্তে হিমোগ্লোবিন কম থাকায় ফের এক ইউনিট রক্ত দেওয়া হলেও তার রক্তচাপও স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। মঙ্গলবারের পর বুধবার গত ২৪ ঘণ্টায় আর নতুন করে কোন সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়নি বলে হাসপাতাল সূত্রে খবর। পাশাপাশি, নতুন করে তার দেহে অভ্যন্তরীণ রক্তক্ষরণও হয়নি। বাড়েনি ভেন্টিলেশনের মাত্রাও। নিয়ন্ত্রণে রয়েছে কোভিড এনসেফ্যালোপ্যাথির সমস্যাও।
সব মিলিয়ে খানিকটা হলেও স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা। স্নায়ুর সমস্যার দূর করে আপাতত সৌমিত্র চট্টোপাধ্যায়কে সচেতন অবস্থায় নিয়ে আসাই তাদের মূল লক্ষ্য বলে জানিয়েছেন চিকিত্সকেরা। এবিষয়ে যথেষ্ট আশাবাদীও তারা।
প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৯ দিনের ও বেশি সময় ধরে দক্ষিণ কলকাতার বেলভিউ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। ভর্তি হওয়ার ১৪ দিন পরে করোনামুক্ত হলেও, অষ্টমীর রাত থেকে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ক্রমাবনতি হতে শুরু করে।