দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কিছুদিন আগে এক ইউটিউবারের দৌলতে প্রকাশ্যে এসেছিল বাবা কা ধাবার, বৃদ্ধ দম্পতির করুন আর্তি, তারপরই তাদের সাহায্যের হাত বাড়িয়েছিল নেটিজেন থেকে সাধারণ মানুষ সকলেই।সম্প্রতি এমনই আরেক ঘটনা আবার ও সামনে এলো। ৮০ বছরেরে এক বৃদ্ধার, চরম দারিদ্র্যতার কাহিনি,সবার সামনে তুলে ধরলেন অভিনেতা তথা গায়ক দলজিৎ সিং।সম্প্রতি এমনই এক ভিডিও পোস্ট করে সবাইকে ওই বৃদ্ধার সাহায্যের অনুরোধ জানিয়েছেন তিনি।
৮০ বছরের ওই বৃদ্ধা পাঞ্জাবের নিবাসী। স্বামী নেই। কোনোরকমে রুটি, সব্জি, পরোটা বিক্রি করে যা উপার্জন হয় তা দিয়েই সংসার চলে তাঁর।কিন্তু বর্তমানে বিক্রি তেমন নেই। সকলা থেকে উনোনে আগুন দিয়ে রাস্তার ধারে বসে থাকলেও রোজগার জোটেনা।চরম দুর্দিনে কাটছে তাঁর জীবন।এমনও গেছে উপোসে কাটিয়েছেন দিন।
রাত্রিতে বাড়ি ফেরবার পথে ওই বৃদ্ধাকে দেখতে পান অভিনেতা তথা গায়ক দলজিৎ দোশাঞ্ঝ। গাড়ি থামিয়ে খাবার খেতে গিয়ে, বৃদ্ধার দুর্ভোগের কাহিনি শোনবার পর, তিনি ট্যুইটারে ওই বৃদ্ধার ভিডিও শেয়ার করে সকলকে দেখতে বলেন। দাদিমার হাতের রুটি খেতে অনুরোধ করেন সকলকে।ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয় নেটে। এরপরই খোঁজ শুরু হয় ওই বৃদ্ধার। এখন অপেক্ষা শুধু দিন বদলের।