দ্য ক্যালকাটা মিরর ব্যুরোঃ বলিউড নায়ক সোনু সুদ ফের ‘মসিহা’ অবতারে। তেলেঙ্গনার এক ৪ মাসের শিশুর হার্ট অপারেশনে সাহায্যর হাত বাড়িয়ে তিনি আরও একবার প্রমাণ করলেন, তিনি জন্মেছেন মানবতার জন্যেই। দেশবাসীর মনে আরও একবার বড় আসন দখল করলেন তিনি।


সূত্রের খবর, হঠাত্ই হৃদপিণ্ডের সমস্যা ধরা পড়ে ৪ মাসের ছোট্ট সূর্য-র। চিকিত্সকরা হার্ট সাজার্রির কথা বলেন। যার খরচ প্রায় ৭ লাখ টাকা ! সূর্যের বাবা অদ্বৈত বাবু সামান্য এক ক্যুরিয়র কোম্পানিতে চাকরি করেন। তাঁর কাছে ছোট্ট ছেলের অপারেশনের জন্য এই টাকা জোগাড় করাটা প্রায় অসম্ভব। ঠিক তখনই গ্রামের লোক সোনু সুদকে টুইট করার পরামর্শ দেন।
পরামর্শ মেনে সূর্যের বাবা ট্যুইট করায়, প্রায় সঙ্গে সঙ্গেই টুইটের উত্তর দেন সোনু। সোনু জানিয়েছেন, তিনি ছোট্ট সূর্যের পাশে আছেন। তাঁর পক্ষে যতটা সম্ভব, তিনি ততটা সাহায্য করবেন। অন্যদিকে, গ্রামের মানুষও ছোট্ট সূর্যের চিকিত্সার জন্য প্রায় ৪০ হাজার টাকা দিয়ে সাহায্য করেছেন।
উল্লেখ্য, করোনা আবহে লকডাউন হওয়ার পর থেকেই সোনু-র অন্য অবতার দেখেন দেশবাসী। যেভাবে তিনি পরিযায়ী শ্রমিকদের সাহায্য করেছেন তা সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি লকডাউনে তাঁর এই অভিজ্ঞতা নিয়ে একটি বই “আই অ্যাম নট মসিহা !” প্রকাশিত হয়েছে এই বইতে রেকর্ড করা হয়েছে সোনুর ‘মসিহা’ হয়ে ওঠার মানবিক গাঁথা। এবার কলকাতার কেষ্টপুরে দুর্গাপুজার থিম হিসেবে সনু সুদ ও তাঁর মানবিক কাজকে দেখানো হয়েছিল।