দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: লকডাউন পিরিয়ড থেকেই বলিউড অভিনেতা সোনু সুদের অন্য পরিচয় আমাদের সামনে উঠে এসেছে। দেশের অধিকাংশ মানুষ এখন তাকে চেনে ‘মসীহ’ হিসেবে। এবার তাঁর মুকুটে জুড়ল নতুন পালক। জাতীয় নির্বাচন কমিশন তাঁকে পাঞ্জাবের আইকন পদে নিযুক্তির কথা জানিয়েছে। এই মর্মে সোমবার এক বিবৃতিতে কমিশনের পঞ্জাবের চিফ ইলেক্টোরাল অফিসার এস করুণা রাজু জানিয়েছেন, পঞ্জাবের আইকন হিসেবে নিযুক্তির জন্য অভিনেতার নাম জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়েছিল, এবং তা গৃহীত হয়েছে।
সোনুর এই নতুন পদ পাওয়ার খবর প্রকাশ্যে আসতেই তাঁর অনুরাগীরা তাঁকে শুভেচ্ছা জানাতে শুরু করেছে। এমনকি তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পঞ্জাবের গভর্নর ভিপি সিং বদনোরে। একটি টুইটে তিনি লেখেন,
রাজ্যপালকে ধন্যবাদ জানিয়ে সোনু লেখেন,
উল্লেখ্য, পাঞ্জাবের মোগা জেলার বাসিন্দা সোনু লকডাউন সময়কালে বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিক থেকে বহু গরীব দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই অভিনেতা। মুম্বই-সহ দেশ এবং দেশের বাইরে আটকে পড়া বহু মানুষকে তিনি নিজের খরচ এবং নিজের উদ্যোগে বাড়ি ফিরিয়েছিলেন। করোনা আবহে মানুষের সমস্যা এখনো মেটেনি। ফলে তিনি এখনও নানা সামাজিক কাজ করে চলেছেন। এমনকি পড়ুয়াদের স্বপ্ন গড়ে দিচ্ছেন পড়াশুনার সুযোগ করে দিয়ে। প্রয়োজনে সাহায্য করছেন মুমূর্ষু রোগীদেরও। সুতরাং এমন একটি মানুষকে এমন পদ প্রদান প্রকৃত অর্থেই সঠিক মূল্যায়ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।