দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সোশ্যাল মিডিয়া এখন অধিকাংশ মানুষের জীবনের কার্যত অপরিহার্য অঙ্গ। কিন্তু সেই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই অনেকেই নানান অসাধু উদ্দেশ্য সাধন করছেন। যা পুলিশি পরিভাষায় সাইবার ক্রাইম। এবার সেই ধরনের অপরাধেরই শিকার হলেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
ফেসবুক, ট্যুইটার বা ইনস্টাগ্রামে সব্যসাচী বাবুর নিজস্ব কোনও অ্যাকাউন্ট বা প্রোফাইল নেই। কিন্তু সম্প্রতি তাঁর নজরে এসেছে যে তাঁর নামে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে সেখানে নানান রকমের অশ্লীল ছবি ও ভিডিও কেউ বা কারা ক্রমাগত পোস্ট করে চলেছে। আর এই ঘটনাটি তাঁর নজরে আসতেই তিনি বিষয়টি কলকাতা পুলিশকে জানান।
সূত্রের খবর সৌমিত্র পরবর্তি ‘ফেলুদা’ হিসেবে পরচিত এই অভিনেতা নিজেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম থেকে দূরে সরিয়েই রেখেছেন। তা সত্ত্বেও তাঁর নামেই ফেসবুকে ভুয়ো প্রোফাইল তৈরি করে সেখানে চলছে নানা অশ্লীল ভিডিও পোস্টের বহর। মূলত মহিলাদের নগ্ন ছবি ও ভিডিও পোস্ট করা হচ্ছে সেখানে। গত ৩০ অক্টোবর প্রথম বিষয়টি নজরে আসে তাঁর। সে সময় অবশ্য বিশেষ পাত্তা দেননি। কিন্তু এবার সেই সব অ্যাকাউন্ট থেকে নানা জনের কাছে খারাপ খারাপ পোস্ট করার পাশাপাশি ছবি ও ভিডিও পোস্ট করার ঘটনা সব্যসাচীবাবুর কানে আসে। তাতেই তিনি বাধ্য হন গত ১২ নভেম্বর পুলিশের দ্বারস্থ হতে।
কলকাতা পুলিশকে অভিযোগপত্রের সঙ্গে ওই অ্যাকাউন্টে পোস্ট করা অশ্লীল ছবি প্রমাণ হিসাবে দাখিল করেন তিনি। সব্যসাচী চক্রবর্তীর অভিযোগ, কেউ বা কারা তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পাশাপাশি বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্ত্রী মিঠু চক্রবর্তীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে সব্যসাচী চট্টোপাধ্যায় একটি ভিডিও পোস্ট করেন।
ওই ভিডিওতেই তিনি সাফ জানিয়ে দেন যে ফেসবুক, ইনস্টাগ্রাম, ট্যুইটার কোথাও তাঁর কোনও অ্যাকাউন্ট নেই। কিন্তু তাঁর নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলে অসত্ উদ্দেশ্যে অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে। তাই যারা এই অ্যাকাউন্ট দেখবেন তাঁরা সাবধানে থাকুন। একই সঙ্গে তাঁর অনুরোধ, ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অসত্ উদ্দেশ্যে যারা এসব কাজ করছেন তা বন্ধ করুন ও যারা ওই অ্যাকাউন্ট দেখতে পাবেন তাঁরা যেন তা সব্যসাচীবাবুর অ্যাকাউন্ট বলে ভেবে না বসেন।