‘কলঙ্কিনী রাধা’ গান নিয়ে জোরালো বিতর্কের মাঝে, লাইন বদলে মোক্ষম জবাব টলি তারকার

0
39

দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : নেটফ্লিক্সে সম্প্রতি মুক্তি পেয়েছে অনুষ্কা শর্মা প্রযোজনা সংস্থার ওয়েব সিরিজ ‘বুলবুল’। যেখানে ব্যবহৃত একটি জনপ্রিয় বাংলা লোকসঙ্গীত ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর বির্তক । একাংশের অভিযোগ, ‘বুলবুল’-এ ‘কলঙ্কিনী রাধা’ ও ‘কানু হারামজাদা’ শব্দ দুটি ব্যবহার করে হিন্দুধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে। প্রতিবাদে নেটফ্লিক্স বয়কট-এর দাবিও তুলেছেন অনেকে। ‘বুলবুল’-এ ‘কলঙ্কিনী রাধা’ যে বিতর্ক নিয়ে চলছে, সোশ্যাল মিডিয়ায় তারই জবাব দিয়েছেন টলিউডের অনির্বাণ ভট্টাচার্য।’কলঙ্কিনী রাধা’ গানের একটি লাইন পরিবর্তন করে অভিযোগকারীদের জবাব দিলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা লিখেছেন, ” ও কি ও….গরবিনী রাধা…কদম ডালে বসে আছে…কানু সাহেবজাদা…এবার ঠিক আছে ?তার এই পোস্ট কে ঘিরে রীতিমত শোরগোল বেঁধে গেছে। প্রসঙ্গত, ২৪ জুন নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ‘বুলবুল’ ওয়েব সিরিজটি। যেখানে পাওলি দাম ছাড়াও একাধিক বাঙালি অভিনেতা, অভিনেত্রী অভিনয় করেছেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here