দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই তাঁর জনপ্রিয়তার পাল্লা বেশ ভারি হয়েছিল। বলিউড ‘শেরনি’র সমর্থনে ছিল বেশিরভাগ বলিউডপ্রেমী। তবে এবার সে জনপ্রিয়তা ট্রোলের পাল্লা ভারি করেছে অভিনেত্রী কঙ্গনা রনওয়াতের। অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতে এক শিল্পীকে কটাক্ষ করার পর থেকেই শুরু হয়েছে ট্রোল। সূত্রের খবর, প্রিয়াঙ্কা পাল নামের এক শিল্পীকে টুইটের জবাবে কটাক্ষ করায় চটে গিয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ।
সুশান্তের মৃত্যুর আগেও অভিনেত্রীকে নানা বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। তবে তরুণ অভিনেতার মৃত্যুর পর তাঁর নির্ভয় ও নির্দ্বিধা বক্তব্য যেন ফলোয়ার্স দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল। সম্প্রতি প্রিয়াঙ্কা পাল নামের ঐ শিল্পী তথা লেখিকা মেন্টাল হেল্থ নিয়ে একটি লেখা শেয়ার করলে তার জবাব দেন কঙ্গনা।
জবাবে অভিনেত্রীর লেখিকার প্রতি কটাক্ষ, “আপনি কি জানেন মেন্টাল হেল্থ সম্পর্কে ? আপনার প্রোয়োজন মেডিটেশনের।” এই টুইট বিনিময়ের মাধ্যমেই লাগে গোলমাল। অভিনেত্রী আরও লেখেন, “আপনি আমায় জ্ঞান না দিয়ে আমার থেকে জ্ঞান নিন।”
এমনকি শিল্পীর সাজগোজের দিকেও আঙুল তোলেন অভিনেত্রী। শিল্পীকে নিজের চুলের স্টাইল বদলানোর উপদেশ দিয়ে নানা কুমন্তব্য করেন কঙ্কনা। অভিনেত্রীর এই সমস্ত মন্তব্যই সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে। সমালোচনার ঝড় উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। কেউ বলেছেন, “একজন অভিনেত্রী হয়ে এইসব কথা একেবারেই মানানসই নয়।” কারোর মতে “এবার তো সুধরে যান।” যদিও টুইটের লড়াইয়ের মাঝেই কঙ্গনা ওই শিল্পীকে ব্লক করে দেন।