দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: কালি পুজোর পরই ছট পুজো । সূর্য দেবতার উদ্দেশ্যে পুজোর ভিড় লাগে গঙ্গা ও নদীর ধারগুলোয়। দীপাবলি পালন ও শুভেচ্ছা তো রয়েইছে বলি পাড়ায় । এবার ছট পুজোর শুভেচ্ছা দিতে এগিয়ে এলেন বিগবি ও পঙ্কজ ত্রিপাটির মতো তারকারাও। টুইট করে ছট পুজোর শুভেচ্ছা জানিয়েছেন তারকারা।
করোনা মোকাবিলায় বেশ অনেকটাই আপস করে নিতে হচ্ছে ফেসটিভ সিজনগুলোতে। পুজো কিংবা ঈদ, সবক্ষেত্রেই দূরত্ববিধি, স্যাটিনাইজার এবং মাস্ক এই তিন শব্দ যেন বিধিবদ্ধ । তাই ছট পুজোতেও এই তিনের কঠোরতায় কোনো শিথিলতা নেই বলেই জানিয়ে দিয়েছিল রাজ্যসরকার। সে আদেশ কতটা প্রযোজ্য হয়েছে তা পরিমাপে না এলেও শুভেচ্ছা বার্তা চলছে তারকাদের মধ্যে।
অমিতাভ বচ্চন টুইট করেন, “ছট পুজোর শুভেচ্ছা জানাই সকলকে। সূর্য দেবতার আশির্বাদ হোক সকলের উপর।”
অন্যদিকে পঙ্কজ ত্রিপাঠির টুইট, “সূর্য দেবতার পুজোর মহান পর্ব ছট পুজোর শুভেচ্ছা সকলকে।” সাথে তিনি এও লেখেন, “ছট পুজোর পরের দিনই আমাদের গ্রামে একটি নাটক মঞ্চ হত। সেটাই অভিনয়ের প্রথম পাঠশাল।”
এছাড়া অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী সহ একাধিক তারকা ছট পুজোর শুভেচ্ছা বার্তা দিয়েছেন সোশ্যাল মিডিয়ায় ।