দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অক্ষয় কুমার অভিনীত ‘লক্ষী বম্ব’ তথা ‘লক্ষী’ ছবি, আসল ছবি ‘কাঞ্চনা’র তূলনায় পিছিয়ে পড়েছে। গত ৯ ই ডিসেম্বর ওটিটিতে মুক্তি পায় এই ছবি। খবর আসছিল ভিউয়ারশিপের রেকর্ড ভেঙেছে ছবিটি। যদিও ছবির আইএমডিবি রেটিং একেবারেই কম। সম্প্রতি টেলিভিশনে ‘কাঞ্চনা’র টিআরপির সঙ্গে পাল্লা দিতে পারে নি ‘লক্ষী’।
রাঘব লরেন্স পরিচালিত ‘কাঞ্চনা’র রিমেক ‘লক্ষী’। প্রথমে ‘লক্ষী বম্ব’ নাম দেওয়া হলেও পড়ে বিতর্কের ফলে নাম বদলে হয় ‘লক্ষী’। অক্ষয় ফ্যানেরা প্রথম থেকেই আগ্রহী ছিল অভিনেতাকে রূপান্তরকামীর চরিত্রের দেখার জন্য। ভিউয়ারশিপে এগিয়ে থাকলেও মূল ছবিকে টেক্কা দিতে পারে নি এই ছবি। এমনটাই মনে করা হচ্ছে।
সম্প্রতি টেলিভিশনে চালানো পাঁচটা ছবির টিআরপির মধ্যে তিন নম্বরে রয়েছে ‘কাঞ্চনা’। পাশাপাশি পেয়েছে একরাশ প্রশংসাও। পাঁচটি ছবির মধ্যে টিআরপির দিক থেকে এক নম্বরে রয়েছে ‘বাগি থ্রি’। দুইয়ে ‘কেজিএফ : চ্যাপটার ওয়ান’ এবং তিন নম্বরেই ‘কাঞ্চনা’।
সম্প্রতি ‘কাঞ্চনা’ ও তার রিমেক ‘লক্ষী’ নিয়ে সমালোচনা তুঙ্গে। দুই ছবির পরিচালক এক হলেও ‘চাঞ্চনা’কেই আগে রেখেছে দর্শকরা। ২০১৩ এর ‘কাঞ্চনা’ অন্যতম সেরা হরর কমেডি ছবি। সে ছবির হুবহু গল্পই রয়েছে অক্ষয়ের ছবিতেও। বদলানো হয় নি কোনো গল্প। এছাড়া অক্ষয়ের ‘ভুলভুলইয়া’কেও অনেক ক্ষেত্রে তুলে এনেছেন সমালোচকরা।