ক্যালকাটা মিরর ব্যুরো : গত ১৭ ই নভেম্বর ইউটিউবার রাশিদ সিদ্দিকির বিরুদ্ধে মানহানি আইনে ৫০০ কোটি টাকা জরিমানার নোটিস পাঠান অক্ষয়। তবে কোনো ধরণের জড়িমানা দেবেন না বলে পরিষ্কার জানিয়েছেন ঐ ইউটিউবার ।
প্রসঙ্গত: ভুয়ো খবর ছড়ানোর মাধ্যমেই এই গোলমাল শুরু হয়। অভিযোগ ওঠে, রাশিদ অভিনেতার সম্মন্ধে কিছু মিথ্যে খবর ছড়ায় তার চ্যানেলের মাধ্যমে। সুশান্ত সিং রাজপুত ঘটনার সঙ্গে জড়ানো হয় অক্ষয়কে। সাথে এও বলা হয়, তিনি নাকি মহারাষ্ট্রের নেতা আদিত্য ঠাকরে ও মহারাষ্ট্র পুলিশের সঙ্গে মিলে আছেন। এই সমস্ত ভুয়ো খবর ছড়ালে অক্ষয় আই সি লিগাল ফার্মের তরফ থেকে ৫০০ কোটি টাকার জড়িমানার নোটিস পাঠান রাশিদকে। সাথে চ্যানেলের ভিডিওগুলি ডিলিট করে ক্ষমা চাওয়ার কথাও বলা হয় ঐ নোটিসে।
তবে সম্প্রতি রাশিদের তরফ থেকে জবাব আসে তিনি কোনো জড়িমানা দেবেন না। ক্ষমাও চাইবেন না। বরং রাশিদ জানান, তিনি কোনো মানহানিকর কিছু করেন নি। অভিনেতা নাকি তাকে হয়রান করতে নোটিস পাঠিয়েছেন । পাশাপাশি বাক্ স্বাধীনতার প্রসঙ্গও টানেন ঐ ইউটিউবার। এছাড়া অভিযোগ তুলে নেওয়ার কথাও বলেছেন রাশিদ।
প্রথমে তথাকথিত ভুয়ো খবরের জোড়ে রাশিদের ইউটিউব সাবস্ক্রাইবার বেড়ে গেলেও সম্প্রতি লাইক থেকে ডিস লাইকের পাল্লাই বেশি ভারি বলে দেখা যাচ্ছে। সাথে কমেন্ট বক্সেও সমালোচনার ঝড় রাশিদের বিরুদ্ধে ।