দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ২০১৯ এই শেষ করে দিয়েছিলেন ছবির যাত্রা। তিনটে ছবির মাধ্যমেই মন জয় করে নিয়েছিলেন এই তরুণ অভিনেত্রী, জাইরা ওয়াসিম। তবে এবার ভক্তদের কাছে আবেদন অভিনেত্রীর, যেন তার সমস্ত ছবি সোশ্যাল মিডিয়া পেজ থেকে ডিলিট করে দেওয়া হোক। আর যেন শেয়ার না করা হয় জাইরার ছবি। এমনটাই অনুলোধ করেন নায়িকা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।
‘দঙ্গল’ এ ডেব্যু করে ‘সিক্রেট সুপারস্টার’ এর মতো ছবি করেন জাইরা। শেষ ছবি ছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। তারপরেই ধর্মের দোয়াই দিয়ে নিজেকে সম্পূর্ণরূপে সরিয়ে ফেন ছবির দুনিয়া থেকে। একরাশ সমালোচনাও ভোগ করতে হয় অভিনেত্রীকে। সম্প্রতি তিনি চাইছেন তাঁর আর কোনো ছবি যেন সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করা হয়। সমস্ত ছবি ডিলিট করতে চান অভিনেত্রী।
জাইরার পোস্ট, “আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমাকে এত সমর্থন করার জন্য ও ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের কাছে আমি চির কৃতজ্ঞ। তবে আমার ফ্যানপেজগুলোকে অনুরোধ করছি, যেন আমার সমস্ত ছবি ডিলিট করে দেওয়া হোক। ইন্টারনেট থেকে সরিয়ে ফেলা সম্ভব নয় তাই অন্তত সোশ্যাল মিডিয়া পেজগুলি আমার ছবি ডিলিট করে দিক।”
অভিনেত্রী আরও লেখেন, “আমি এখন অন্য রাস্তায় চলছি। আমার ভালো হবে সেই রাস্তা বেছে নিয়েছি। আমার সহায়তা করুন।” অভিনেত্রীর অনুরোধকে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ইউজার্সরাই সমর্থন করেছেন। তবে বহুক্ষেত্রে ‘হেট স্পিচ’ ও রয়েছে অভিনেত্রীর কমেন্টবক্সে।