দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: এ যেন ফেলুদার তৃতীয় যুগ। সত্যজিৎ রায়ের হাতে গড়া ‘ফেলুদা’ সন্দীপ রায়ের পর এবার সৃজিত মুখার্জীর হাত ধরে এগোতে চলেছে । ফিরছে ‘ফেলুদা’ ফ্র্যাঞ্চাইজি। তবে যেহেতু পরিচালক ও যুগ বদলেছে, তাই ধরণটাও আলাদা। ফেলু মিত্তিরের ‘মগজাস্ত্র’ এবার চলবে ওয়েব সিরিজেই। সম্প্রতি মুক্তি পেয়েছে দুটি সিজনেরই ট্রেলার।
অফস্ক্রিন ফেলুদা তথা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াত হওয়ার পর ‘ফেলুদা ফেরত’ কে অনেকেই মনে করছেন এ যেন সৌমিত্রবাবুকে উৎসর্গ করা হচ্ছে। সৌমিত্র বাবুর পরে সব্যসাচী চক্রবর্তী ও আবির চ্যাটার্জিকেও দেখা যায় ফেলুদা। তবে এবারে আর সেই চেনা মুখ থাকবে না ফেলু মিত্তির চরিত্রে। ফেলুদার চরিত্রে এবার দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। তোপশের চরিত্রেও থাকছে নতুন মুখ, কল্পন মিত্র। আর অন্যতম জটায়ু চরিত্রে থাকবেন অনির্বান চ্যাটার্জী। এছাড়া থাকছেন ধৃতিমান চ্যাটার্জী, সমাদর্শ দত্ত, পৌলমী দাসের মতো অভিনেতা ও অভিনেত্রীরা।


দুটি সিজনের সমন্বয় তৈরি ‘ফেলুদা ফেরত’ তৈরি ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কান্ড কাঠমান্ডু’ গল্পের ভিত্তিতে । খবর, চলতি বছর বড়োদিন তথা খ্রিস্টমাসেই মুক্তি পাবে এই ওয়েব সিরিজ। নেপথ্যে রয়েছে সুরিন্দর ফিল্ম্স এর ওয়েব চ্যানেল আড্ডা টাইমস।