দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর থেকেই কঙ্গনা রনওয়াতের আলোচনা কোনো সংবাদ মহলে বাদ যায় নি। সঙ্গে সোশ্যাল মিডিয়া তো রয়েইছে। তাঁর বিরুদ্ধে বিএমসির পদক্ষেপের পর এবার আরও এক মামলায় জড়িয়েছেন অভিনেত্রী ও তাঁর বোন। চলতি বছর অক্টোবরে সাম্প্রদায়িক বিবাদে উষ্কানির অভিযোগে দায়ের করা মামলা প্রসঙ্গে আজ পুলিশ স্টেশনে হাজিরার তারিখ ছিল কঙ্গনার। খবর, অভিনেত্রী হায়দ্রাবাদে থাকার কারণে তাঁর আইনজীবী হাজিরা দিতে পারেন।
চলতি বছর অক্টোবরে এক কাস্টিং ডিরেক্টর এবং এক ফিটনেস ট্রেনার মামলা করেন কঙ্গনা ও তাঁর বোনের বিরুদ্ধে। অভিযোগ, কঙ্গনা ও তাঁর বোন নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের মধ্যে বিবাদ ছড়ানোর চেষ্টা করছেন টুইটের মাধ্যমে। এমন কি এও অভিযোগ করা হয়, অভিনেত্রী ও তাঁর বোন নাকি বলিউডের হিন্দু ও মুসলিম তারকাদের মধ্যেও বিবাদ সৃষ্টির চেষ্টা করছেন। ধারা তে মামলা দায়ের করা হয় কঙ্গনা ও তাঁর বোনের বিরুদ্ধে। প্রথমে বান্দ্রা পুলিশ ২৩ শে অক্টোবর ও পরে ৩ রা নভেম্বর সময় দেয় অভিনেত্রীকে হাজির হওয়ার জন্য। কিন্তু দুদিনই অভিনেত্রী উপস্থিত হন নি। কারণ হিসাবে জানানো হয় তিনি এইমুহুর্তে কর্মসূত্রে হায়দ্রাবাদে আছেন।
শেষপর্যন্ত আজ ২৩ শে নভেম্বর বেলা ১১ টার মধ্যে উপস্থিত থাকার নোটিস দেওয়া হয়। অভিনেত্রী আজও হাজির হতে পারবেন না বলে তাঁর আইনজীবী উপস্থিত হতে পারে বলে খবর। এখনও পর্যন্ত কঙ্গনার তরফ থেকে উপস্থিতির কোনো খবর মলেনি। যদিও অভিনেত্রীকে শীঘ্র হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে বলে খবর।