দ্য কালকাটা মিরর ব্যুরো : কৌতুক শিল্পী ভারতী সিংহ ও তাঁর স্বামী হর্ষ লিম্বচীয়াকে মাদক কান্ডে এনসিবি (নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো) গত শনি ও রবিবার গ্রেপ্তার করে । তবে সম্প্রতি খবর, এই তারকা দম্পত্তির জামিন মঞ্জুর করেছে আদালত। আপাতত জেল হচ্ছে না ভারতী ও তাঁর হর্ষের।
গত শনিবার সকালে এনসিবি ভারতীর বাড়ি ও অফিস সহ মোট তিন যায়গায় তল্লাশি চালায়। মেলে ৮৬.৫ গ্রাম গাঁজা। তারপরেই গ্রেপ্তার করা হয় ভারতীকে। জানা যায়, শিল্পী মাদক সেবন করতেন বলে স্বীকার করেছেন। পাশাপাশি স্বামী হর্ষের নামও উঠে আসে। পরের দিনই গ্রেপ্তার করা হয় হর্ষকেও। মোট ১৪ দিন অর্থাৎ ৪ ই ডিসেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার কথা ছিল এই দম্পত্তিকে। তবে মামলা জামিনযোগ্য হওয়ায় আজ জামিন মঞ্জুর করেছে আদালত।
সূত্রের খবর, ১৫ হাজার টাকা জড়িমানার বিনিময় জামিন পায় এই দম্পত্তি। মামলাটিতে হয় ছয় মাসের জেল কিংবা জড়িমানা দিয়ে জামিন পাওয়ার পথ ছিল। অতএব জড়িমানার পরিবর্তে রেহাই পেয়েছে শিল্পী ও তাঁর স্বামী। এর আগে একাধিক তারকাকে জেরা করা হয় মাদক কান্ডে। তবে যথাযথ প্রমাণ না মেলায় গ্রেপ্তার করা হয়নি বেশিরভাগ জনকেই । যদিও রিয়া চক্রবর্তী ও ভাই সৌভিক চক্রবর্তীর জেল হয়। সেক্ষেত্রেও রিয়ার জামিন মঞ্জুর করা হয়।