দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’র কিজি বসু তথা সঞ্জনা সাঙ্ঘি বিদায় নেন নি বলিউড থেকে। তাঁর পরবর্তী ছবি আসতে চলেছে আগামী বছরে। এবার সঞ্জনার সঙ্গে থাকছেন আদিত্য রায় কপুর। জানা যাচ্ছে, ‘ওম : দ্য ব্যাটেল উইদিন’ নামের এই ছবিটি হতে চলেছে একটি অ্যাক্সন ছবি।
সুশান্তের মৃত্যুর পর সঞ্জনা পুলিশের কাছে বয়ান দেন। তারপরেই তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। যে পোস্ট দেখে সকলেই মনে করেছিলেন সঞ্জনা হয়তো বলিউড ছেড়ে দিচ্ছেন। তবে আদৌ তা নয়, জানিয়ে দিলেন অভিনেত্রী। কপিল বর্মা পরিচালিত ‘ওম: দ্য ব্যাটেল উইদিন’ ছবিতে দেখা যাবে আদিত্য ও সঞ্জনার নতুন জুটি। খবর, চলতি মাসেই শ্যুটিং শুরু হবে ছবির। আগামী বছর রিলিজ করা হবে।
এ প্রসঙ্গে সঞ্জনা জানান, তিনি খুব উৎসাহী এই ছবির জন্য। এরকম ছবিই খুঁজছিলেন তিনি, যার মধ্যে অ্যাক্সন থাকবে। এছাড়া তিনি আদিত্যের সঙ্গে কাজ করতেও বেশ আগ্রহী বলে জানান।
সঞ্জনা এর আগে ‘রকস্টার’ ছবিতে একটি পার্শ্ব চরিত্রে ছিলেন। পরে সুশান্তের ‘দিল বেচারা’য় মূখ্য চরিত্রে ডেব্যু করেন। সে ছবি ভিউয়ারশিপে ইতিহাস গড়া রেকর্ড গড়ে। পাশাপাশি একরাশ প্রশংসা ও আবেগ সংগ্রহ করে।