দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ২০০৭ সালের ‘ওম শান্তি ওম’ ছবিতে প্রথম দীপিকা পাডুকোন ও শাহরুখ খানকে একত্রে দেখা যায়। ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ এর পর এবার চতুর্থ বার জুটি বাঁধতে চলেছে এই দুই তারকা। ফের একত্রে দেখা যাবে দীপিকা ও শাহরুখকে ‘পাঠান’ ছবিতে । ইতিমধ্যে ছবির কাজ শুরু হওয়ার খবরও শোনা যাচ্ছে ।
যশরাজ ফিল্মস স্টুডিয়োর প্রযোজনায় ফের কাজ করবেন এই দুই তারকা। দীপিকার শেষ ছবি ছিল ‘ছপক’। যদিও রনবীর সিংহের ”83’ তেও দেখা যাবে অভিনেত্রীকে। অন্যদিকে কিং খান ফ্যানেরা দীর্ঘ দু বছর পর স্ক্রীনে দেখতে পাবে শাহরুখকে। ২০১৮ সালের র ‘জিরো’ই ছিল শাহরুখের শেষ ছবি। ‘পাঠান’ ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এর আগে ‘ওয়র’ ছবিটিরও পরিচালনা করেন। জানা যাচ্ছে ‘পাঠান’ একটি অ্যাক্সন ছবি হতে চলেছে।
খবর, আগামী বছর মুক্তি পাবে এই ছবি । সম্প্রতি জানা যাচ্ছে ছবির শ্যুটিং শুরু হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে ছবির কাজ শুরু হওয়ার খবর ঘোষণা করা হয় নি । ‘ওম শান্তি ওম’ ছবির পর থেকেই দীপিকা ও শাহরুখের কেমিস্ট্রি বেশ পছন্দ করে দর্শকেরা। তাই ফের এই দুই তারকার জুটি বেশ উৎসাহ তৈরি করছে ভক্তদের মনে । এমনটাই মনে করা হচ্ছে ।