দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সম্প্রতি ভারতের সেরা ব্লকবাস্টার ‘বাহুবলী’র খলনায়ক পেশীবহুল বল্লালদেবের হাড় জিরজিরে চেহারা দেখে আঁতকে উঠেছিলেন নেটিজেনরা। হটাত্ করে যেন শুকিয়ে কাঠ তাঁর শরীর। কিন্তু এই ‘অকল্পনীয়’ মেক ওভারের নেপথ্যে থাকা আসল কারণটা আগে কখনওই স্পষ্ট করে জানাননি রাণা দাগ্গুবতী। অবশেষে যা জানা গেল তাতে আপনার চোখেও নেমে আসবে জল।
সাম্প্রতিক ছবি প্রকাশ্যে আসার আগে তাঁর অসুস্থতার রটেছিল। সে সময়ে অনেকেই বলেছিলেন যে অভিনেতার কিডনি বিকল হয়ে গিয়েছে। কিন্তু সে সময় এ সব খবর গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন রানা। কিন্তু সেটা গুজব বলে ওড়ালেও তাঁর শরীরের অবনতি’র চিত্র একে একে স্পষ্ট করছিল যে কিছু তো একটা সমস্যা রয়েইছেই! এর মধ্যেই আবার গত আগস্ট মাসে মিহিকা বাজাজের সঙ্গে রানার বিয়ে হয়েছে। বিয়ের শেয়ার করা ছবিতেও তাঁর সেই পেশিবহুল চেহারার দেখা মেলেনি ।


অবশেষে অভিনেত্রী ও রানার বান্ধবী সামান্থা আক্কিনেনি’র জনপ্রিয় চ্যাট শো ‘শ্যাম জ্যাম’-এ এসে নিজের অসুস্থতার কথা স্বীকার করে নেন রানা। আর সে কথা বলতে বলতে তাঁর চোখে জল চলে আসে। শোয়ের সঞ্চালিকা সামান্থাও কেঁদে ফেলেন। রানা জানান তিনি এক জটিল রোগে আক্রান্ত ।
রানা দু:খ করে বলেন, ”জীবন যখন সামনের দিকে এগতে চায়, তখন হঠাত্ই থামার বোতামটা সেখানে চলে আসে। ব্লাড প্রেসার, হার্টের পাশে ক্যালসিফিকেশন, কিডনি ফেলিওর… সহ এক জটিল রোগে আক্রান্ত হয়েছি। এখানে স্ট্রোক বা হ্যামারেজ হওয়ার ৭০ শতাংশ সম্ভাবনা আছে হটাত্ মৃত্যুর সম্ভাবনা ৩০ শতাংশ।”
উল্লেখ্য, অন স্ক্রীন রানার এই কথা শুনে সামান্থাও চোখের জল ধরে রাখতে পারেননি। রানার ভক্তরা তাঁর চেহারা দেখে আগে যা অনুমান করেছিলেন এবার সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হল। রানার লড়াই এখন মাহেশমতির সিংহাসন দখলের নয়, এ লড়াই এখন নিজের মৃত্যুকে পরাজিত করা।