দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রথমবার এমি অ্যাওয়ার্ড পেল রিচি মেহতা পরিচালিত ‘দিল্লি ক্রাইম’ নেটফ্রিক্স সিরিজ। সম্প্রতি ‘ইন্টারন্যাশনাল অ্যাকাডেমি অফ টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স’ বিজেতার তালিকা প্রকাশ করে। আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডের বিজেতা হয় ‘দিল্লি ক্রাইম’।
২০১২ সালের দিল্লির নির্ভয়া ধর্ষণ কান্ড অবলম্বনে তৈরি এই সিরিজে অভিনয় করেন শেফালি শাহ, রাসিকা দুগ্গাল, অভিজিত দত্ত, আদিল হুসেন প্রমূখের মতো অভিনেতারা । শেফালি শাহকে দিল্লির প্রাক্তন মহিলা ডিসিপি ছায়া শর্মার চরিত্রে দেখা যায়। ২০১৯ সালে মুক্তি পাওয়া এই সিরিজ প্রথম থেকেই দর্শকদের নজড় কেড়েছিল । পাশাপাশি নির্ভয়াকান্ডের মতো ঘটনা অবলম্বনে তৈরি হওয়ায় বহুক্ষেত্রে দুর্বল মনের মানুষদের দেখতে নিষেধও করা হয়।
সম্প্রতি এই ওয়েব সিরিজ এমি অ্যাওয়ার্ড পেলে শোরগোল পড়ে সোশ্যাল মিডিয়ায়। করোনা আবহে সম্পূর্ন অনুষ্ঠানের আয়োজন ভার্চুয়ালিই করা হয়। সিরিজ তথা ভারতীয় চলচ্চিত্রের এই প্রাপ্তির আনন্দ ভাগ করে নিয়েছেন একাধিক তারকা।
সিরিজের মূখ্য চরিত্র শেফালি শাহ লেখেন, “আমার বিশ্বাস হচ্ছে না আমরা এমি অ্যাওয়ার্ড জিতেছি।” পাশাপাশি পরিচালক মুকেশ ছাবড়া, রাজেশ তেলঙ্গ, আদিল হুসেন সহ একাধিক তারকা অভিনন্দন জানিয়েছেন গোটা টিমকে।