দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু’র পাঁচ মাস সম্পূর্ণ হয়ে গিয়েছে। সিবিআই ও এনসিবি’র যৌথ তদন্তের রিপোর্ট নিয়েও রয়েছে ধোঁয়াশা। এর মধ্যেই মধ্যপ্রদেশের জব্বলপুরে সুশান্ত সিং এর ওপর নির্ভর করে তৈরি ‘প্রিয়া’ নামের একটি শর্ট ফিল্ম দেখানো হবে বলে জানা যায়। তবে সে শর্ট ফিল্ম না দেখানোর দাবিতে জব্বলপুরেরই এক বাসিন্দা হাইকোর্টে পিটিশন দায়ের করে। আগামী সপ্তাহে শুনানি হবে বলে খবর।
উল্লেখ্য, প্রয়াত অভিনেতাকে উদ্দেশ্য করে বা তাঁর জীবন নিয়ে যে কোনো ছবি, বই, তথ্যচিত্র কিংবা শর্ট ফিল্ম তৈরির আগে তাঁর পরিবারের থেকে অনুমতির নেওয়ার শর্ত রয়েছে। তবে ‘প্রিয়া’ নামক ৩০ মিনিটের ঐ শর্ট ফিল্মের জন্য কোনো অনুমতি নেওয়া হয় নি বলেই জানা যায় । আজ বুধবার ঐ ছবি জব্বলপুরের সমাদরিয়া মলে দেখানো হবে বলে জানা যায়। এরপরই মহেশ কুমার বিশ্বকর্মা নামের এক বাসিন্দা হাইকোর্টে পিটিশন দায়ের করে। আর্জি করা হয় যেন সেই ছবি দেখানো না হয়।
পিটিশন অনুযায়ী, অভিনেতার মৃত্যুর তদন্তের এখনও কোনো ফলাফল পাওয়া যায় নি। তবে ছবির শেষে কি দেখানো হবে ? তদন্ত শেষের আগেই ছবি তৈরি সঙ্গে পরিবারে বিনা অনুমতিতে। এই সমস্ত কারণকে সামনে রেখেই পিটিশন দায়ের করা হয়। দায়ের করা পিটিশনের শুনানি আগামী সপ্তাহে হবে বলে খবর। আপাতত ছবি বন্ধ রাখা হবে কি না সে সম্মন্ধে এখনও পর্যন্ত কিছু জানা যায় নি।