দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ফের অভিনেত্রী কঙ্কনা রনওয়াত নিশানা করলেন বলিউডকে । কঙ্গনা যেখানে থাকবেন সেখানে বিতর্ক হবে না, এ যেন ছকভাঙা গল্প । ফের নির্দ্বিধায় বলিউডকে বন্দুকের নলের মুখে রেখে টুইট করলেন কঙ্গনা ।
আগামী বছর অস্কারের দৌড়ে ভারত থেকে নির্বাচিত হয়েছে মালয়ালম ছবি ‘জাল্লিকট্টু’ । সেই প্রসঙ্গেই ক্ষোভ উগড়েছেন কঙ্গনা । সকল তারকা যখন ‘জাল্লিকট্টু’র টিমকে অভিনন্দন জানাতে ব্যস্ত তখন কঙ্গনা বলিউডকে দুষছেন ।
কঙ্গনা ‘জাল্লিকট্টু’র টিমকে অভিনন্দন জানিয়ে টুইট করেন, “অবশেষে বলিউড, ময়দান খালি করল এবং জুরিকে (নির্ণায়ক সভা) নিজের কাজ করতে দিল । ভারতীয় ছবির মানে শুধুমাত্র চারটে পরিবার নয় । এখন ‘মুভি মাফিয়া’ নিজের ঘরে বসে আরাম করছে আর জুরি নিজের কাজ করছে । অভিনন্দন ‘জাল্লিকট্টু’র টিমকে ।”
কঙ্গনার বলিউডের প্রতি আক্রমণ নতুন না হলেও তাঁর ধরণ প্রতিবারে নতুনই হয় । সম্প্রতি কঙ্গনার সমর্থনে এগিয়ে এসেছে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া ইউজার্সরাই । ফের স্বর চড়াও হয়েছে ‘বয়কট বলিউড’ স্লোগানের ।