দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:পরিচালক মথুর ভান্ডারকরের সঙ্গে কর্ণ জোহারের চলতি বিবাদে অবশেষে ক্ষমা চাইলেন কর্ণ জোহার। সিরিজের নাম চুরির অভিযোগ ওঠে কর্ণের বিরুদ্ধে। সে প্রসঙ্গেই ক্ষমা চেয়েছেন পরিচালক।
‘বলিউড ওয়াইভস’ নামের একটি সিরিজ পরিচালনা করেন মথুর। সেই নামকে প্রথমেই নাকি কর্ণ নিতে চেয়েছিলেন। কিন্তু মথুর তাতে রাজি হন নি। পরে কর্ণের প্রজেক্টের নামের সঙ্গে মথুরের প্রজেক্টের মিল থাকায় গোলমাল বাঁধে। কর্ণের সিরিজের নাম, ‘ফ্যাবুলেস লাইভস অফ বলিউড ওয়াইভস’। সে প্রসঙ্গেই মথুরের অভিযোগ, কর্ণ তাঁর নাম চুরি করেছেন। এ ব্যাপারে চারবার নোটিসও পাঠানো হয় কর্ণকে। তবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি সেই সময়। অবশেষে আজ কর্ণ সোশ্যাল মিডিয়া পোস্টে ক্ষমা চেয়েছেন মথুরের থেকে।
কর্ণ লেখেন, “আমাদের সম্পর্ক বহুদিনের। আমি তোমাকে ভালো মতো জানি। তোমার কাজ আমার খুব ভালোলাগে। আমি জানি তোমার বেশ কিছুদিন মন খারাপ ছিল। আমি তার জন্য দুঃখিত। তবে তার জন্য একটা সমাধান আছে। আমার সিরিজ প্রচারের সময় নাম বদলে দেব। নাম হবে ‘ফ্যাবুলেস ওয়াইভস’। আমি তোমার প্রজেক্টের জন্য আগ্রহী। ভবিষ্যতের জন্য শুভ কামনা রইল।”


অতএব বেশ কিছুদিন পরই কর্ণ প্রতিক্রিয়া দেন। যার ফলস্বরূপ বদলেছে সিরিজের নাম। তবে তাহলে সত্যিই কি কর্ণ নাম চুরি করেছিলেন ? এ বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানান নি পরিচালক।