দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু ঘটনায় নেপোটিজম তথা স্বজনপোষণ প্রসঙ্গে বলিউডের আট মহারথীর বিরুদ্ধে মামলা করা হয়। খবর, আজ তাঁদের মধ্যে চার তারকার আইনজীবী হাজিরা দেবেন আদলতে।
চলতি বছর আগস্ট মাসে মুজফ্ফরপুর আদালতে সুধীর ওঝা নামের এক আইনজীবী সলমন খান, সঞ্জয়লীলা ভানসালী, একতা কপূর, ভূষণ কুমার, সাজিদ নাদিয়াদওয়ালা সহ মোট আটজন মহারথীর বিরুদ্ধে মামলা করে। অভিযোগ, অভিনেতার মৃত্যুর নেপথ্যে নেপোটিজম দায়ী। পরে আদালত আদেশ দেয়, নির্দেশ অনুযায়ী যদি মক্কেলের আইনজীবী হাজিরা না দেন তবে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি জানা যাচ্ছে, সঞ্জয়লীলা ভানসালি, একতা কপুর, ভূষণ কুমার ও সাজিদ নাদিয়াদওয়ালার আইনজীবী হাজিরা দিয়েছেন আজ। খবর, আগামী শুনানী হবে ডিসেম্বরে। এর মাঝে তারিখ অনুযায়ী হাজিরার নির্দেশ দিয়েছে কোর্ট।
অভিনেতার মৃত্যুর পর থেকে একাধিক বিষয় সুর চড়া করে ভক্তেরা। পাশাপাশি একাধিক পিটিশন, হ্যাশট্যাগ, সোশ্যাল মিডিয়া আন্দোলন তো রয়েইছে। খবর, কিছুদিনের মধ্যেই সিবিআই তদন্তের চূড়ান্ত ফলাফল পেশ করবে।