দ্য ক্যালকাটা মিরর ব্যুরো :ছবি ও ভিডিওর মাধ্যমে অর্থ উপার্জন করছেন, এই অভিযোগে অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে মামলা করলেন অভিনেত্রী পুনম পান্ডে। রাজ কুন্দ্রা, পুনমে ছবি ও ভিডিও দেখিয়ে অর্থ উপার্জন করছেন বলে অভিযোগ অভিনেত্রীর। সম্প্রতি মুম্বই হাইকোর্টে মামলা করেছেন অভিনেত্রী।
রাজ কুন্দ্রা ও তার সহযোগী সৌরভ নামের এক ব্যক্তির সঙ্গে তাঁদের কোম্পানী ‘আর্মস প্রাইম’ এ একটি ব্যবসায়ীক কারবারে নিযুক্ত ছিলেন পুনম। দাবি, সেই ব্যবসায়ীক ডিল বহুদিন আগেই শেষ হয়ে গিয়েছে। অভিযোগ, তার পরেও অভিনেত্রীকে না জানিয়ে তাঁ ছবি ও ভিডিও রীতিমতো বিক্রি করেছে রাজ কুন্দ্রা ও তাঁর সহযোগী সৌরভ। সেই ছবি ও ভিডিওর বদলে টাকাও কামিয়েছেন তাঁরা। এমনটাই অভিযোগ।
পুনম এ প্রসঙ্গে রাজকে সাবধানও করেন। তিনি বলে যদি কোনো কারণে আর্থিক সমস্যা হয়ে থাকে তো রাজকে পুনম অর্থ সাহায্য করতে রাজি আছেন। কিন্তু যেন তাঁর ছবি ও ভিডিওকে এভাবে ব্যবহার না করে। এ প্রসঙ্গে অভিনেত্রীর আরও অভিযোগ, তাঁর ছবি ও ভিডিওর কারবারের পর থেকেই তাঁর কাছে অশ্লীল ফোন কলও আসছে।