দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: সুশান্ত সিংহ রাজপুত ও দিশা সালিয়ান মৃত্যু মামলায় মুম্বই শিবসেনা সরকার উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের নাম জড়নো হয়েছিল বহুক্ষেত্রে। সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং আদিত্য ঠাকরে।
একটি ইন্টারভিউয়ে আদিত্যকে, সুশান্ত ও দিশার মৃত্যু ঘটনায় নিজের নাম জড়ানোর প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞেস করা হয় এই ঘটনায় তাঁর নাম জড়ানোর বিষয়টা কি আদৌ সত্যি নাকি নেহাতই রাজনীতি? তিনি সরাসরি উত্তর দেন, তাঁর সঙ্গে দিশা কিংবা সুশান্তের মৃত্যুর কোনো সম্পর্ক নেই।
তিনি বলেন, “সমালোচনা করার জন্য লোকের অভাব নেই। এবার সেটা নিজের উপর নির্ভর করে, যে নোংরায় নেবে তর্ক করব নাকি গা বাঁচিয়ে কাজে মন দেব। রাজ্যের মানুষের সেবার দায়িত্ব যেহেতু রয়েছে আমার উপর তাই বাধা তো আসবেই। তবে কাজ চালিয়ে যাব আমি।”
সুশান্ত ও দিশা সালিয়ান ঘটনায় একাধিক ভুয়ো খবর ছড়ায় । কোনো প্রমাণ ছাড়াই বহুক্ষেত্রে অনেক তারকাকেই নিশানা করে সোশ্যাল মিডিয়া ইউজার্সরা। আবার অনেক ক্ষেত্রে প্রমাণও রাখা হয়। সত্যি মিথ্যার টানাপোড়েন চললেও দুই মৃত্যু মামলাতে ধোঁয়াশা এখনও।