দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: ব্রেন স্ট্রোকে আক্রান্ত অভিনেতা রাহুল রায়কে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত আইসিইউতে আছেন তিনি। অভিনেতার জামাইবাবু রমীর সেন সংবাদ মাধ্যমকে এই খবর জানিয়েছেন। এই মূহুর্তে রাহুল রায় ‘এলএসি – লিভ দ্য ব্যাটল’-এ চলচ্চিত্র শুটিং এর জন্য কার্গিলে ছিলেন। ‘আশিকি’ ছবির জনপ্রিয় এই অভিনেতা সেই সময়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন।
তিনি অসুস্থ হয়ে পড়তেই তাঁকে শ্রীনগরে ফিরিয়ে আনা হয়। শ্রী নগর থেকে চিকিৎসার জন্য তাঁকে মুম্বইয়ে নিয়ে আসা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে নানাবতী হাসপাতালে ভরতি করা হয়েছে। নানাবতীতে ভর্তি হওয়ার সাতদিন আগেই ৫২ বছরের অভিনেতা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। চিকিত্সকদের মতে প্রবল ঠান্ডার কারণে ব্রেন স্ট্রোক হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাহুলকে আইসিইউতে রাখা হয়েছে। তাঁর করোনাভাইরাস টেস্ট নেগেটিভ এসেছে। তাঁর জামাইবাবুর আশ্বাস তেমন উদ্বেগের কিছু নেই। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।


উল্লেখ্য, ‘আশিকি’-তে অনু আগরওয়ালের বিপরীতে অভিনয়ের জন্য সিনেমাপ্রেমীদের নজর কেড়েছিলেন রাহুল। এছাড়াও ‘প্যায়ার কা সায়া’, ‘জানাম’, ‘জুনুন’ ‘স্বপ্নে সাজন কে’-মতো সিনেমায় অভিনয় করেছিলেন। রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর প্রথম মরসুমও তিনি জিতেছিলেন। ২০১৭ সালে তিনি বিজেপিতে যোগ দেন। আপাতত নীতিন কুমার গুপ্ত পরিচালিত ‘এলএসি – লিভ দ্য ব্যাটল’-এর শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। এই সিনেমায় মেজরের ভূমিকায় দেখা যাবে রাহুলকে। এখন সকলেই চাইছেন যাতে তিনি অতি দ্রুত সুস্থ হয়ে ফিরে আসেন।