দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : কাস্টিং কাউচ নিয়ে বহুবার বলিউলে অভিযোগ করেছেন একাধিক অভিনেত্রী। পাশাপাশি অভিনতাদেরও হেনস্তার ঘটনা রয়েছে। এবার ফের কাস্টিং কাউচে অভিযোগ তুললেন এক অভিনেত্রী। নাম অপ্রকাশিত এই অভিনেত্রী কাস্টিং কাউচ সহ ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধারায় অভিযোগ দায়ের করেছেন বলে খবর।
অক্ষয় কুমারের আসন্ন ছবি ‘বেল বটম’ এর কাস্টিং ডিরেক্টর আয়ুষ তিওয়ারির বিরুদ্ধেই এই অভিযোগ করেছেন অভিনেত্রী। এমনটাই জানা যাচ্ছে। শুধু কাস্টিং কাউচ প্রসঙ্গেই নয় এমনকী বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দুবছর ধরে অভিনেত্রীর যৌন সম্পর্ক রাখেন ঐ পরিচালক। পরে বিয়ে করেন নি অভিনেত্রীকে।


শুধু তাই নয় অভিনেত্রীকে এ বিষয়ে ব্ল্যাক মেইলও করেন ঐ পরিচালক। পরে অভিনেত্রী তাঁর এক রাকেশ নামের বন্ধুকে বিষয়টি জানালে তিনিও অভিনেত্রীকে যৌন হেনস্তা করেন বলে অভিযোগ। অভিনেত্রী একাধিক ওটিটি ওয়েব সিরিজে কাজ করেছেন বলে জানা যায়।
খবর, ধারা ৩৭৬ অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করে ধর্ষণের অভিযোগে এফআইআর দায়ের করেছেন ঐ অভিনেত্রী। আয়ুষ ও তার বন্ধু রাকেশের বিরুদ্ধে।