দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: প্রয়াত সঙ্গীতশিল্পী ওয়াজিদ খানের স্ত্রী কামালরুক খানের সমর্থনে এগিয়ে এলেন কঙ্গনা রনওয়াত। ওয়াজিদের পরিবারের তরফ থেকে ধর্ম পরিবর্তনের চাপ বাড়ানো হচ্ছে বলে জানান সঙ্গীতশিল্পীর স্ত্রীর। এ প্রসঙ্গে কঙ্গনার সরাসরি প্রশ্ন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, “পারসীদের মতো সংখ্যালঘুদের রক্ষার চরা জন্য আমরা কি করছি?”
ওয়াজিদ খানের সঙ্গে কামালরুকের বিশেষ বিবাহ আইনের মধ্য দিয়েই বিয়ে হয়। শিল্পীর স্ত্রী সম্প্রতি একটি লম্বা লেখা পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায় । তাঁর কথায়, “আমার আর ওয়াজিদের কলেজ থেকেই প্রেম। বিয়ের পর থেকেই ধর্ম পরিবর্তনের জন্য জোড় দেওয়া হয়। পরে ওয়াজিদের মৃত্যুর পর আবার সেই একই জিনিস হচ্ছে। বিষয়টা খুব অবাক করা।”
কঙ্গনা এই পোস্টকেই শেয়ার করে প্রশ্ন করেন প্রধানমন্ত্রীকে। কঙ্গনার কথায়, “উনি আমার এক বন্ধুর বিধবা। ও পারসী পরিবারের মেয়ে। ওকে ধর্মান্তরের জন্য জোড় করা হচ্ছে। পারসী হচ্ছে ভারতের অন্যতম সংখ্যা লঘু। ওঁরা আমাদের দেশে থেকে আমাদের দেশকে আরও সুন্দর করেছে। দিনে দিনে পারসী সংখ্যা হ্রাস পাচ্ছে। মোদীজি আমরা কি করতে পারি এই সংখ্যালঘুগুলোর জন্য ?”