দ্য ক্যালকাটা মিরর ব্যুরো : ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে রাজনীতিতে যোগ দিতে দেখি গেছে। এবার অভিনেত্রী উর্মিলা মাতোন্ডকারও যুক্ত হলেন মাহারাষ্ট্র সরকারের দল শিবসেনার সঙ্গে। যদিও এটি দ্বিতীয়বার রাজনীতিতে প্রবেশ উর্মিলার।
গতবছর জাতীয় কংগ্রেসের তরফ থেকে ভোট লড়েছিলেন অভিনেত্রী। তবে ভোটে পরাজিত হলে পাঁচ মাসের মধ্যেই দল ছাড়েন উর্মিলা। ছবিতে আর দেখা না গেলেও রাজনীতিতে সংক্রিও রয়েছেন অভিনেত্রী। ফের নতুন করে রাজনীতিতে প্রবেশ করলেন। এবার আর কংগ্রেস নয়। শিবসেনাতে যুক্ত হলেন অভিনেত্রী। সম্প্রতি মহারাষ্ট্র শিবসেনা সরকার উদ্ধব ঠাকরে ও তাঁর স্ত্রী রশ্মী ঠাকরের সঙ্গে উর্মিলার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রাজ্যপালের কাছে নামের তালিকা পাঠানো হয়েছে। নাম রয়েছে অভিনেত্রীরও। রাজ্যপালের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো জবাব আসেনি। আগামী ভোট প্রচারে দেখা যেতে পারে অভিনেত্রীকে।
যদিও বহুক্ষেত্রে একাধিক মহলের দাবি, অভিনেত্রীকে উপহার হিসাবে শিবসেনাতে সুযোগ দেওয়া হয়েছে । কারণ কঙ্গনা রনওয়াত ও মহারাষ্ট্র সরকারের চলতি বিবাদে কঙ্গনাকে দুষেছিলেন উর্মিলা।