দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ পাঁচ মাস সম্পূর্ণ হয়ে গিয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। তারপর থেকেই সবথেকে বেশি চর্চা শুরু হয় রিয়া চক্রবর্তীকে নিয়ে। ছবিতে অভিনয়ের মাধ্যমে যে বিষয়টি অর্জন করতে পারেন নি এবার সেই বিষয়টিই পেয়ে গেলেন অভিনেত্রী। গুগল সার্চের মহিলা তারকার মধ্যে সবথেকে উপরে যিনি রয়েছেন তিনি হলে রিয়া চক্রবর্তীই। অন্যদিকে সবথেকে বেশি সার্চ করা অভিনেতা হলেন সুশান্ত সিং রাজপুত।
গত জুন মাসের পর থেকেই একের পর এক তথ্য ফাঁস, জল্পনা আর তদন্ত। সুশান্ত মামলার স্পটলাইটে সবসময়ই ছিলেন রিয়া চক্রবর্তী। তার অনেক পরে কঙ্গনা রনওয়াত ও দীপিকা পাডুকোনকে নিয়ে চর্চা শুরু হয়। সম্প্রতি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে গুগল সার্চে সকল অভিনেত্রীকে পিছনে ফেলে দিয়েছেন রিয়া। সবথেকে উপরে তাঁর নামই । দুই নম্বরে নাম রয়েছে কঙ্গনা ও তারপরে দীপিকা পাডুকোন।


অন্যদিকে অভিনেতাদের মধ্যে সুশান্তের নামই সব থেকে বেশি সার্চ করা হচ্ছে। এমনকী খবরের দিক থেকেও সুশান্ত মামলার খবরের সার্চই সবথেকে বেশি। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম সবথেকে বেশি সার্চ করা হত বলে খবর। তবে সকলকে পিছনে ফেলে দিয়েছেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।