দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: বলিউড ড্রাগ মামলায় সম্প্রতি জামিন পাওয়া ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বচীয়ার মামলায় এবার বরখাস্ত করা হল দুই এনসিবি অফিসারকে। ভারতী ও তাঁর বাড়ি থেকে মাদক উদ্ধার করা হলে গ্রেপ্তার করা হয় ঐ দম্পত্তিকে। এবার ড্রাগ মামলা তদন্তে যুক্ত দুই এনসিবি আধিকারিককে বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন:“আমরা সংখ্যালঘুদের জন্য কি করছি?, ওয়াজিদ খানের স্ত্রী’র প্রসঙ্গে কঙ্গনার প্রশ্ন মোদীজিকে
সূত্রের খবর, জামিনের শুনানির দিন উপস্থিত ছিলেন না ঐ দুই আধিকারিক। এক আধিককারিক ড্রাগ মামলার তদন্তে যুক্ত ছিলেন। আরও একজন ভারতীর বিপক্ষে এনসিবির আইনজীবী ছিলেন। তবে জামিন আবেদনের পর শুনানির দিন উপস্থিত ছিলেন না কেউই। ফলে এনসিবির তরফ থেকে কোনো বক্তব্য রাখা যায় নি। তাই অর্থের বিনিময় জামিন পেয়ে গিয়েছিলেন ভারতী ও হর্ষ।
খবর, দুই আধিকারিককে বরখাস্ত করার পাশাপাশি ফের নোটিস পাঠানো হয়েছে ভারতীকে। এনসিবির তরফ থেকে আবেদন করা হয় আদালতকে যাতে ভারতীর জামিন প্রসঙ্গে ফের তদন্ত চলুক। ভারতী ও হর্ষকে পুলিশি হেপাজতে রাখতে চায় এনসিবি। এছাড়া ঐ দুই আধিকারিকেরও তদন্ত হবে। ভারতীর সঙ্গে কোনো ব্যক্তিগত লেনদেনে যুক্ত ছিলেন কি না তাও খতিয়ে দেখা হবে।