দ্য ক্যালকাটা মিরর ব্যুরো: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনীতিতে নামতে চলেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। বৃহস্পতিবার টুইট করে থালাইভা জানান ২০২১ এ নতুন দল নিয়ে রাজনীতির ময়দানে নামছেন তিনি। ৩১ ডিসেম্বরই করবেন আনুষ্ঠানিক ঘোষণা।
আজ অর্থাৎ বৃহস্পতিবার তামিল ভাষায় টুইট করে রজনীকান্ত জানান “মানুষের সমর্থন নিয়ে বিধানসভা ভোটে জিতবো ও আমরা একটা সৎ, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত, জাতিভেদ ও ধর্মের উর্ধ্বে গিয়ে সরকার গড়বো। “এছাড়াও তিনি হ্যাশট্যাগ দিয়ে লেখেন “এখন নয়তো কখনও নয়। দল সম্পর্কিত বিস্তারিত ঘোষণা তিনি ৩১ ডিসেম্বর জানাবেন। “
এরপরেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তাঁর দল ২৩৪টি আসনেই লড়বে। এছাড়া প্রতিশ্রুতিমতোই তিনি ভোটের রাজনীতিতে নামছেন। সেইসঙ্গে নিজেকে জনতার প্রতিনিধি হিসেবে উল্লেখ করে রজনী বলেন যে তাঁর জয় হলে সেটা মানুষের জয়, হারলেও সেটা মানুষের হার।
আরো পড়ুন:এবার আর কংগ্রেস নয়, শিবসেনায় যুক্ত হলেন উর্মিলা মাতোন্ডকার
উল্লেখ্য সোমবার অর্থাৎ ৩০ নভেম্বরেই ‘রজনী মাক্কাল মানদ্রাম’-এর জেলা সচিবদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে থালাইভা জানান , ”আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ সম্পর্কে খুব তাড়াতাড়িই আপনাদের জানাব।”উল্লেখ্য ‘রজনী মাক্কাল মন্দরম’এর সদস্যরা এই সংগঠনটিকে রজনীকান্তের ফ্যান ক্লাবের সম্প্রসারণ বলে দাবি করলেও আদতে এটি একটি অঘোষিত রাজনৈতিক দল।
তবে রজনীকান্তের রাজনীতিতে যোগদানের ঘোষণা নতুন নয়। জল্পনা দীর্ঘদিনের। ২০১৭ সালের ডিসেম্বরে প্রথমবার রাজনীতিতে আসার কথা ঘোষণা করেন তিনি। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তা কার্যকর হয়ে ওঠেনি।