দ্য ক্যালকাটা মিরর ব্যুরো:’বিলকিস দাদি’ প্রসঙ্গে ফের কঙ্গনা রনওয়াত আক্রমণ শানালেন। এবার কঙ্গনার নিশানায় পাঞ্জাবী-বলিউড অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। দিলজিৎকে কর্ণ জোহারের ‘পোষ্য’ বলে কটাক্ষ করলেন অভিনেত্রী। নতুন কৃষি বিলের বিরুদ্ধে পাঞ্জাবের চলতি আন্দোলনে মহেন্দর কউর নামের এক বৃদ্ধাকে শাহিনবাগের ‘বিলকিস দাদি’ বলে সম্মোধন করেন অভিনেত্রী। পরে সেই টুইট ডিলিট করে দিলেও অভিনেত্রীকে ক্ষমা চাওয়ার জন্য নোটিস পাঠানো হয়।
সম্প্রতি একটি ভিডিওয় ঐ বৃদ্ধার দাবি করেন তাঁরা ক্ষেতমজুর মাত্র। সঙ্গে গ্রামের আরও কিছু মহিলা সদস্য একই কথা বলেন। এই ভিডিওকেই শেয়ার করেন দিলজিৎ। সঙ্গে কঙ্গনাখে ট্যাগ করে লেখেন, “দেখুন সত্যটা”। কঙ্গনা সেই টুইটের জবাবেই দুষেছেন অভিনেতাকে।
আরও পড়ুন : বলিউড ড্রাগ তদন্তে বরখাস্ত দুই এনসিবি আধিকারিককে
কঙ্গনা লেখেন, “ও কর্ণ জোহারের পোষ্য। শাহিনবাগের মতো এই আন্দোলনের সত্য যখন উদ্ঘাটিত হবে আমিও লম্বা চওড়া লেখা পোস্ট করব। সব সত্যি সামনে আনব। মহেন্দর কউর বলে কাউকে চিনি না। আমি যার ছবি শেয়ার করেছিলাম সেটা শাহিনবাগের ঐ দাদিই ছিল। কি নাটক শুরু করেছো তোমরা। বন্ধ করো এসব। চুপ করে আছি বলে এই নয় কিছু জানি না আমি। ‘বব্বর শেরনী’ আমি।”
সম্প্রতি অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ঐ বৃদ্ধাকে অসম্মান করেছেন। আইনী নোটিস পাঠানো হলে তিনি জানান, যে খবর তিনি শেয়ার করেছিলেন তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।